‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষে আলোচিত ও জনপ্রিয় রোমান্টিক ঘরানার কোরীয় ড্রামা সিরিজের খবর গ্লিটজ পাঠকদের জন্য।
Published : 13 Feb 2023, 09:34 PM
সুদর্শন নায়ক, সুন্দরী নায়িকা-আর সাথে বিস্ময়কর অতিমানবীয় শক্তি নিয়ে গতানুগতিক ধারার বাইরের গল্প নিয়ে তৈরি হয় কোরিয়ান সিরিজগুলো। সেইসব সিরিজে ভালোবাসা ধরা দেয় নানা বর্ণে-গন্ধে-ছন্দে। এই ছটা কোরীয় সীমান্ত ছাড়িয়ে পৌঁছে গেছে নানা দেশের দর্শকদের মাঝে। ‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষে আলোচিত ও জনপ্রিয় রোমান্টিক ঘরানার কোরীয় ড্রামা সিরিজের খবর গ্লিটজ পাঠকদের জন্য।
মাই লাভ ফ্রম দ্য স্টার (২০১৩)
২১ পর্বের ‘মাই লাভ ফ্রম দ্য স্টার’ নাটকটি প্রচারিত হয় ২০১৩ সালে। এখন পর্যন্ত নাটকটি নিয়ে আলোচনা শেষ হয়নি। ইন্টারনেট মুভি ডাটেবেজ (আইএমডিবি) বলছে জনপ্রিয়তায় এই ধারাবাহিকটির রেটিং দশে আট দশমিক দুই। এলিয়েন এবং একজন অভিনেত্রীর প্রেমের গল্পে দর্শককূলকে টেনেছে কোরিয়ান নাটকটি।
নাটকে দেখান হয় ১৬০৯ সালে ‘জোসেন’ রাজবংশের দো মিন-জুন (কিম সু-হিউন) নামের এলিয়েন পৃথিবীতে এসে আটকা পড়ে যায়। সময় চলে যায়, অথচ তার বয়স বাড়ে না। প্রতি ১০ বছর পরপর মানুষরূপে কখনও সে ডাক্তার, কখনও জ্যোতির্বিজ্ঞানী অথবা আইনজীবী, ব্যাংকার এবং একজন কলেজের অধ্যাপক হিসেবেও ব্যস্ত থাকে এই গ্রহে।
অন্যদিকে চন সং ই (জুন জি-হিউন) একজন অভিনেত্রী, যিনি স্কুলপড়ুয়া বয়স থেকেই তারকাখ্যাতি পেলেও বড় হয়ে জড়িয়ে পড়েন নানা উচ্ছৃঙ্খলতায়। ওই নাটকে এক সময় দেখা যায় জুন এবং সং ইন বাস করছেন প্রতিবেশী হিসেবে এবং নানা ঘটনাচক্রে জুন এক খুনির কাছ থেকে সং ইকে রক্ষা করেন।
এভাবেই তারা যখন দুজন দুজনার প্রেমে পড়ে যান। এরপর সময় আসে জুনের নিজের গ্রহে ফেরার। তখন নিজেকে সে প্রশ্ন করে আদৌ সে ফিরতে চায় কি না? কিন্তু জুনকে ফিরতেই হয়। তবে প্রেয়সী সং ই’র কাছে ফেরার টানে পৃথিবীতে আসার রাস্তা খুঁজতে থাকে জুন, অবশেষে সে ফিরেও আসে।
ধারাবাহিকটির জন্য ২০১৪ সালে ৫০তম ‘বেকসাং আর্টস অ্যাওয়ার্ডসে’ ‘মোস্ট পপুলার অ্যাকটার’-এর অ্যাওয়ার্ড পান নায়ক কিম সু-হিউন।
‘গার্ডিয়ান: দ্য লোনলি অ্যান্ড দ্য গ্রেট গড-গবলিন (২০১৬)
‘কে-ড্রামা’র নাটকগুলোর মধ্যে একটি কালজয়ী সৃষ্টি বলা হয় ‘গার্ডিয়ান: দ্য লোনলি অ্যান্ড দ্য গ্রেট গড’, যা ‘গবলিন’ নামেও পরিচিত। ১৬ পর্বের রোমান্টিক ঘরানার ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয় ২০১৬ সালের ডিসেম্বর মাসে, যা চলেছে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত। তবে পরে আরও তিনটি বিশেষ পর্য যোগ হয়।
নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন গং উ। নাটকে যার নাম কিম শিন, তিনি গোরিও রাজবংশের একজন সামরিক জেনারেল। যাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করে হত্যা করা হয়। কিন্তু মৃত্যুর পর কয়েকবছরের মধ্যে কিম শিন ৯৩৪ বছরের ‘অমরত্ব’ লাভ করে হয়ে ওঠেন ‘অমর গবলিন। গবলিনের নায়িকা স্কুল পড়ুয়া এক কিশোরী জি ইউন-তাক (কিম গো-ইউন), এই কিশোরীই গবলিনের নববধূ, যে অমরত্ব থেকে গবলিনকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে।
অন্যদিকে আরও দুই চরিত্র গ্রিম রিপার (লি ডং ইউক) এবং সানির (ইউ ইন-না) ভালবাসাও দর্শক আপ্লুত করে। এখানে নায়কের দেবতাসুলভ আচরণ ও নায়িকার সরলতা সাধারণ দর্শকদের এই সিরিজের দিকে টেনেছে এবং এটি ধীরে ধীরে হয়ে উঠেছে তুমুল জনপ্রিয়। লোকগাথা থেকে অনুপ্রাণিত হওয়ায় নাটকটি যেমন বয়স্ক দর্শকদের টেনেছে, তেমনই এ সময়ের প্রেক্ষাপটে তৈরি বলে তরুণ দর্শকেরাও ‘গবলিন’এ রীতিমতো আসক্ত হয়ে উঠেছিলেন।
আইএমডিবি-এর তথ্যানুযায়ী, ধারাবাহিকটির রেটিং ছিল দশে আট দশমিক ছয়। প্রথমে কোরিয়ান টেলিভিশন নেটওয়ার্ক টিভিএনে সম্প্রচারের পর, পরে নেটফ্লিক্সেও প্রচার হয় নাটকটি, পায় দর্শক জনপ্রিয়তা।
‘গার্ডিয়ান: দ্য লোনলি অ্যান্ড দ্য গ্রেট গড’ নাটকটি কোরিয়াতেই ১০টি অ্যাওয়ার্ড ও ৮টি নমিনেশন পায়। এই নাটকে অভিনয়ের জন্য ২০১৭ সালে ৫৩তম ‘বেকসাং আর্টস অ্যাওয়ার্ডসে’ ‘বেস্ট অ্যাকটর টিভি’-এর অ্যাওয়ার্ড পান নায়ক গং উ।
ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ (২০১৯)
উত্তর কোরিয়ান এক সেনা কর্মকর্তা এবং এক দক্ষিণ কোরিয়ান ব্যবসায়ী নারীর প্রেমের গল্প নিয়ে সিরিজটি এগিয়েছে। ইয়ুন সে-রি (সন ইয়ে জিন) সফল ব্যবসায়ী এক সুন্দরী নারী। টর্নেডোর কবলে পড়ে উত্তর কোরিয়ায় গিয়ে পড়েন। উত্তর কোরিয়ার এক সেনা কর্মকর্তা রি জিওং-হিওকের (হিউন বিন) হাতে ধরা পড়েন তিনি। ওই সেনা কর্মকর্তা সে-রিকে লুকিয়ে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর ব্যবস্থা করেন।
কিন্তু এরই মধ্যে পরস্পরকে ভালোবেসে ফেলেন দুজন। সে-রিকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার সময়ে ঘটে নানা ঘটনা। একদিকে দুই দেশের বৈরি সম্পর্ক, অন্যদিকে এই দুজনের প্রেম এবং সেই প্রেম টিকে থাকা নিয়ে নানা উত্তেজনা সিরিজটিকে দর্শকের কাছে পৌঁছে দিয়ে অন্য মাত্রায়। বিশেষ করে সে-রিকে দক্ষিণে রেখে ক্যাপ্টেন রি যখন উত্তরের সীমান্তে পা রাখেন, সেই মুহুর্তে দুজনের ছুটে এসে আলিঙ্গনের দৃশ্যটি তৈরি করে আবেগঘন ক্লাইমেক্স। এছাড়া ধারাবাহিকের শেষে দেখা যায় নায়ক-নায়িকাদের দেখা করার জায়গা একমাত্র সুইজারল্যান্ড।
১৬ পর্বের এই রোমান্টিক ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে, যা শেষ হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। আইএমডিবি-এর তথ্যানুযায়ী, ধারাবাহিকটির রেটিং ছিল দশে আট দশমিক সাত। দেশটিকে এই নাটকটি ৪ টি অ্যাওয়ার্ড ও ৮টি নমিনেশন পায়।
বিজনেস প্রপোজাল (২০২২)
রোমান্টিক কমেডি ঘরানার সিরিজ ‘বিজনেস প্রপোজাল’। ২০২২ সালে প্রচারিত সিরিজে ‘ডেইট’ বিভ্রান্তি থেকে প্রেম জমে ওঠার কাহিনী দেখানো হয়েছে।
বাড়ি থেকে বিয়ের চাপে থাকা নায়ক সিইও ক্যাং ত্যে-মু’র (আন হিও-স্যুপ) সঙ্গে ডেইট করতে আসার কথা ছিল জিন ইয়ং-সিও’র (সিওল ইন-আহ )। কিন্তু সিও বিয়ে করতে রাজি নয়, তাই ডেইটে পাঠায় তার বান্ধবী শিন হা-রিকে (কিম সে-জং)। ডেইটে এসে হা-রি বুঝতে পারে সে তার আফিসের বস ত্যে মু’র সাথে দেখা করতে এসেছে। ঘটনা শুরু এখান থেকে। হা-রি নিজেকে বাঁচাতে মিথ্যা নাম বললেও ত্যে-মু সেটি বুঝতে পারে এবং সিদ্ধান্ত নেয় মেয়েটিকে শাস্তি দেবে। কিন্তু নানা জটিলতার মধ্যেই প্রেম হয়ে যায় ত্যে-মু আর হা-রি’র। তবে সেই প্রেমে থাকে হাস্যরস্যও। এ কারণে এই ধারাবাহিকটি কোরীয় দর্শকদের জন্য ছিল ‘সঞ্জীবনী’র মত। এছাড়াও এই সিরিজে ত্যে-মু’র বন্ধু এবং সেক্রেটারি চা সুং-হুন (কিম মিন-কিউ)এবং জিন ইয়ং-সিও’র (সিওল ইন-আহ ) প্রেমকাহিনী চলেছে সমান্তরালে।
আইএমডিবি বলছে ‘বিজনেস প্রপোজাল’ ধারাবাহিকটির রেটিং ছিল দশে আট দশমিক এক। ২০২২ সালে নেটফ্লিএক্সের আলোচিত ধারাবাহিকগুলোর মধ্যে এটিও ছিল।
টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ওয়ান (২০২২)
‘টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ওয়ান’র নায়িকা না হি-দো (কিম তাই রি) একজন স্কুল ছাত্রী, যে বিশ্বসেরা ফেন্সার হতে মরিয়া, নাটকে তার নায়ক বেক ই-জিন (নাম জু-হিউক) ধনী বাবার সন্তান, তার স্বপ্ন নভোচারী হওয়ার।
ই-জিনের বাবার ব্যবসায় ধস নামলে পথে বসে পরিবারটি, ফলে পুরনো শহর ছেড়ে দূরের একটি ছোট শহরে চলে যেতে হয় নায়কের পরিবারকে। যেখানে দেখা মেলে নায়িকা না হি-দো’র সঙ্গে।
প্রথমে দুজনের বন্ধুত্ব, সেই থেকে প্রেম এবং একে অপরের নির্ভরতার জায়গা হয়ে ওঠা। কিন্তু ক্যারিয়ার গড়তে একটা সময়ে এসে আলাদা হতে হয় দুজনকে। প্রেমের ওই কাহিনী নায়িকা হি-দো লিখে রেখেছিলেন তাদের ডায়েরিতে। যা বহুবছর পর জানাজানি হয় তার মেয়ের মাধ্যমে। পরিণতি না পাওয়া প্রেমের নাটকটি দর্শকদের কাছে পায় জনপ্রিয়তা, তৈরি করে কিছু বিতর্কও। যেমন, পুরো ধারাবাহিকে না হি দো-এর প্রথম প্রেম এবং প্রেমিক হিসেবে বেক ই-জিনকে দেখনো হলেও না হি দো-এর সন্তানের বাবার পরিচয় খোলাসা করা হয়নি।
ভক্তরা না হি দো এবং তার প্রথম প্রেম, বেক ই- জিনের মধ্যে প্রস্ফুটিত, নির্দোষ রসায়নের সুখকর একটি পরিণতি প্রত্যাশা করলেও অসমাপ্ত এবং বিরহ দিয়ে শেষ করা নাটকটি নিয়ে ভালোই বিতর্ক তৈরি করে। এছাড়া এই তরুণ যুগলের আবেগের বশবর্তী না হয়ে সুন্দর পরিপক্ক মানসিকতা ভক্তমনে দাগ কেটেছে।
১৬ পর্বের এই রোমান্টিক ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে, শেষ হয় ২০২২ সালের এপ্রিলে। ‘আইএমডিবি’ বলছে ধারাবাহিকটির রেটিং ছিল দশে আট দশমিক সাত। ‘হি-দো’ চরিত্রে দারুণ অভিনয় গুণে ২০২২ সালে ৫৮তম বেকসাং আর্টস অ্যাওয়ার্ডসে ‘বেস্ট অ্যাকট্রেস’-এর অ্যাওয়ার্ড পান নায়িকা কিম তাই-রি।