নায়ক বলেন, " তবে আমার গায়ের রং বাদামি। সে কারণে জেমস বন্ডের খল চরিত্রে অভিনয় করতে পারব।"
Published : 16 Feb 2024, 01:59 PM
তিন দশকের বেশি সময় ধরে বলিউডকে সমৃদ্ধ করে চলা শাহরুখ নানা চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। পেয়েছেন দারুণ সাফল্য, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিকে দিয়েছেনও অনেক। কিন্তু দূরে থেকেছেন হলিউডি সিনেমা থেকে।
সেই নায়ক এবারের জানালেন কখনো বন্ড চরিত্র করার সুযোগ পেলে কী করবেন।
হিন্দুস্থান টাইমস বলছে, কয়েকদিন আগে দুবাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে’ যোগ দেওয়া শাহরুখকে পাওয়া গিয়েছিল রসিকতার মেজাজে।
ওই সামিটে ‘দ্য মেকিং অব আ স্টার: কনভারসেশন উইথ শাহরুখ খান’ সেশনে নাম পরিচয় দেওয়ার পর্বে শাহরুখ বলে ওঠেন ‘আমি জেমস বন্ড’।
এরপর সঞ্চালক শাহরুখকে জিজ্ঞেস করেন, বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে করবেন কি না।
শাহরুখ বলেন, “কোনো আপত্তি নেই, করতে তো চাইই। তবে আমার উচ্চতা কম, বন্ডের মানানসই নয়।”
এরপর মজা করে নায়ক বলেন, “তবে আমার গায়ের রং বাদামি। সে কারণে জেমস বন্ডের খল চরিত্রে অভিনয় করতে পারব।”
এরপর শাহরুখের কাছে প্রশ্ন ছিল, হলিউডে কেন তাকে পাওয়া যায়নি।
তিনি বলেন, “হলিউড ইন্ডাস্ট্রি থেকে আমার কাছে কাজের প্রস্তাব কখনো আসেনি।”
বলিউডে গেল বছর তিনটি সিনেমা উপহার দিয়ে হ্যাটট্রিক করেছেন শাহরুখ। এর মধ্যে ‘পাঠান’ দিয়ে বলিউডে খরা কাটিয়ে সুদিন নিয়ে এসেছিলেন তিনি। এরপর উপহার দেন ‘জওয়ান’। দুটিই শাহরুখের ব্লকবাস্টার সিনেমা।
এরপর বছর শেষে এই নায়কের ‘ডানকি’ তেমন একটা দর্শক টানতে না পারলেও সমালোচক ও শাহরুখের দৃষ্টিতে ওই সিনেমা একটি দুর্দান্ত সৃষ্টিশীল কাজ।
চলতি বছরের মার্চ এপ্রিল নাগাদ শাহরুখ তার নতুন কাজে হাত দিতে চলেছেন।