ঈদ উপলক্ষে পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রচার করে প্রায় সব টিভি স্টেশন।
Published : 13 Apr 2024, 09:23 AM
বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হবে বেশকিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ঈদের তৃতীয় দিন শনিবার ‘পাতাল ঘর’, ‘ডুব’, ‘রাত জাগা ফুল’সহ দেখানো হবে আরো কয়েকটি সিনেমা।
বিটিভি
রাত জাগা ফুল (দুপুর ২টা ৩০ মিনিট): পরিচালনায় মীর সাব্বির। অভিনয়ে আবুল হায়াত, মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশি, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম।
চ্যানেল আই
পাতাল ঘর (সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনায় নুর ইমরান মিঠু। অভিনয়ে আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশিদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা।
দীপ্ত টিভি
আশিকী (সকাল ৯টা): পরিচালনায় অশোক পতি ও আব্দুল আজিজ। অভিনয়ে অংকুশ, নুসরাত ফারিয়া।
নবাব (বেলা ১টা): পরিচালনায় জয়দ্বীপ মুখার্জী। অভিনয়ে শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত।
বৈশাখী টিভি
তোমাকে চাই (দুপুর ২ টা ৩০ মিনিট): পরিচালনা মতিন রহমান। অভিনয়ে সালমান শাহ, শাবনূর, খলিল, অমল বোস।
এনটিভি
ডুব (সকাল ১০ টা ০৫ মিনিট): পরিচালনা মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র, অশোক ধানুকা।
মাছরাঙা টিভি
হাওয়া (দুপুর ২টা ৩০মিনিট): পরিচালনায় মেজবাউর রহমান সুমন। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি।
আরটিভি
স্বামী স্ত্রীর ওয়াদা (১০টা ১০মিনিট): পরিচালনায় পি এ কাজল। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।
আকাশ ছোঁয়া ভালোবাসা (২টা ১০মিনিট): পরিচালনায় এস এ হক অলিক। অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা।
নাগরিক টিভি
হৃদিতা (বিকেল ৪টা ৩৫ মিনিট): পরিচালনা ইস্পাহানি আরিফ জাহান। অভিনয়ে এ বি এম সুমন, পূজা চেরি, সাবেরি আলম, মানস বন্দ্যোপাধ্যায়।