বলিউড তারকাদের বিয়ে মানেই বিশেষ আকর্ষণ। সাজগোজ, খানাপিনা– সবকিছুতেই জমকালো আয়োজন। আর সেই বিয়ে যদি তারকা জুটির হয়, তাহলে মনোযোগ কেড়ে নেয় বহুগুণ। শেষ হয়ে আসা বছরটিতে বলিউডে বিয়ের পিঁড়িতে বসেছেন বেশ কয়েকজন নায়ক-নায়িকা। তাদের মধ্যে কিছু আছেন জনপ্রিয় কিছু জুটিও। তারকাদের ইনস্টাগ্রাম থেকে দেখে নেওয়া যাক তাদের বিয়ের ছবিগুলো।
তারকাদের বিয়ে যে সাধারণ রীতিতে সেরে নেওয়ার অনুষ্ঠান হবে না তা বলাই বাহুল্য। তবে ইদানিংকালে বলিউড তারকাদের বিয়ের অনুষ্ঠান শুধু জমকালোই নয়, হচ্ছে রীতিমত রাজকীয় কায়দায়। অনেকেই ছাদনাতলা তৈরি করেন বিদেশের ...