ছায়ানট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিসহ কয়েক জায়গায় গান-নাটকের পাশাপাশি চিত্রকলা প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান।
Published : 07 May 2023, 06:01 PM
গান-নাটক-আবৃত্তিসহ নানা আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন হবে রাজধানীতে।
ছায়ানট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিসহ কয়েক জায়গায় সোমবার গান-নাটকের পাশাপাশি চিত্রকলা প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হবে।
ছায়ানটের রবীন্দ্র উৎসব ১৪৩০
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দুদিনের রবীন্দ্র উৎসব আয়োজন করতে যাচ্ছে ছায়ানট। ২৫ ও ২৬ বৈশাখ (সোম ও মঙ্গলবার) প্রতিষ্ঠানের মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। দুদিনই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়।
ছায়ানট জানিয়েছে, “দুই দিনব্যাপী এ উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি।
অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন। ছায়ানট মিলনায়তনে আয়োজিত এ উৎসব সবার জন্য উন্মুক্ত।
একই সাথে অনুষ্ঠানটি ছায়ানটের ফেইসবুক পেইজে (facebook.com/chhayanaut1961) সরাসরি অনলাইনে দেখা যাবে।
মঞ্চে ‘আমি ও রবীন্দ্রনাথ’
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নাট্যদল প্রাঙ্গণেমোর মঞ্চস্থ করতে যাচ্ছে নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী হবে।
বিজ্ঞপ্তিতে প্রাঙ্গণেমোর জানিয়েছে, “প্রাঙ্গণেমোর-এর ২০তম প্রতিষ্ঠা দিবস এবং রবীন্দ্রনাথের ১৬২তম জন্মদিবস একসঙ্গে উদযাপন করা হবে মঙ্গলবার, সন্ধ্যা ৭টায়।”
নূনা আফরোজের রচনা ও নির্দেশনায় ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে অভিনয় করছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, সুজয় দাস, সরোয়ার সৈকত, জুয়েল রানা ও বাঁধন।
বাংলা একাডেমিতে একক বক্তৃতা ও রবীন্দ্র পুরস্কার
দিনটি ঘিরে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার ২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি।
সোমবার সকাল ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।
সেখানে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। একক বক্তৃতায় আছেন রবীন্দ্র গবেষক অধ্যাপক সৈয়দ আকরম হোসেন।
ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
শিল্পকলা একাডেমিতে ‘রঙ-তুলিতে বিশ্বকবি’
রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় এ অনুষ্ঠান হবে।
এছাড়া ‘রঙ-তুলিতে বিশ্বকবি’ শিরোনামে আর্ট ক্যাম্প হবে ঢাকার শিল্পকলা একাডেমি এবং ঢাকার বাইরে কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে।
একাডেমির চিত্রশালা গ্যালারিতে ৮-১৪ মে পর্যন্ত হবে রবীন্দ্রনাথের উপর অঙ্কিত চিত্রকর্মের প্রদর্শনী।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকছে।