ওটিটতে ‘মহানগর ২’ মুক্তি পাচ্ছে ২০ এপ্রিল, এই কিস্তিতে দেখা যাবে আফসানা মিমি ও ফজলুর রহমান বাবুকেও।
Published : 07 Apr 2023, 03:33 PM
‘দুইটা কথা মনে রাখার’ পরামর্শ দেওয়া ‘মহানগর’ ওয়েব সিরিজের ওসি হারুনের নতুন কথা হল ‘দুইটা কথা ভুলে যাবেন’। কী সেই কথা, হারুন তা জানালেন ‘মহানগর ২’ সিরিজের ট্রেইলারে।
কালো কাপড়ে মুখ ঢাকা হারুনকে টানতে টানতে পুলিশের ইন্টারোগেশন রুমে নিয়ে আসার দৃশ্য দিয়ে শুরু এই ট্রেইলার।
আশফাক নিপুণের পরিচালনায় ঢাকার এক রাতের গল্প নিয়ে নির্মিত সিরিজটির প্রথম সিজন মুক্তির দুই বছর পর আসছে দ্বিতীয় সিজন। শুক্রবার ইউটিউবে এসেছে ‘মহানগর ২’ এর ট্রেইলার।
এছাড়া সিরিজের নির্মাতা, অভিনয়শিল্পীরাও নিজেদের ফেইসবুক পেইজে ট্রেইলার শেয়ার করেছেন। ‘মহানগর ২’ মুক্তি পাচ্ছে রোজার ঈদের আগ দিয়ে ২০ এপ্রিল।
দ্বিতীয় কিস্তিতেও ওসি হারুনকে ঘিরে গল্প এগিয়েছে। আফসানা মিমি-ফজলুর রহমান বাবুসহ বেশ কিছু নতুন মুখ যোগ হয়েছে। সঙ্গে আছে প্রথম সিজনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অভিনেতা শ্যামল মওলা।
মোশাররফ করিম গ্লিটজকে বলেন, “ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয় একটি। এই চরিত্রের প্রতি মানুষের যে ভালবাসা, প্রশংসা এবং পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার এবং পুরো মহানগর টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া।
“সিজন-২ এর গল্পে এমন কিছু পাওয়া যাবে যা আগে কখনও কেউ দেখেনি, এই ট্রেইলারটি কেবল তার ছোট্ট একটি ঝলক। সিরিজটি স্ট্রিমিংয়ের আগে আমি খুব বেশি কিছু বলতে পারব না, তবে বলতে পারি, ওসি হারুনের গল্পটি যেভাবে এবার ফুটে উঠছে তা দর্শকরা অবশ্যই পছন্দ করবেন।”
ওসি হারুনের মত আরও ‘খেলা’ দেখানোর জন্য এই সিরিজে যুক্ত হয়েছেন বলে জানান অভিনেতা ফজলুর রহমান বাবু।
“চরিত্রের বিষয়ে এখনই কিছু বলব না। তবে ট্রেইলারে যেমন দেখেছেন, ওসি হারুনকে রিমান্ডে নিয়েছি, তার মানে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই কাজ করছি। এই চরিত্রের অনেক খেলা আছে।”
গল্পের কারণে নতুন চরিত্রের প্রয়োজন ছিল বলে জানান নির্মাতা আশফাক নিপুণ।
“মহানগর আমার হৃদয়ের খুব কাছের একটি সিরিজ। দর্শকরা সিরিজটি যেভাবে দেখেছেন এবং সমর্থন করেছেন, পাশাপাশি দ্বিতীয় সিজনের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা দেখে আমি সত্যি খুব আনন্দিত।”
দর্শকের কাছে প্রত্যাশা জানতে চাইলে নিপুণ বলেন, “আমরা দর্শককে ভালো গল্প দেওয়ার চেষ্টা করেছি। আশা করব পাইরেসি না করে দর্শক বৈধ উপায়ে সিরিজটি দেখবেন।”
সমসাময়িক ও রাজনৈতিক গল্প বলতে গেলে কিছুটা ‘চাপ’ থাকবে জানিয়ে নিপুন বলেন, “দর্শকের একটা চাপ থাকে, রাষ্ট্রের একটা চাপ থাকে। এই চাপটা না নিতে পারলে ব্যতিক্রম গল্প বলা যাবে না।
“এমন না যে সময়ের গল্প আমিই প্রথম বললাম। জহির রায়হান সেই উত্তাল সময়েও সমসাময়িক গল্প বলে গেছেন। অনেক বিজ্ঞ নির্মাতারা সমকালীন গল্প বলে গেছেন। কেউ যদি সমকালীন সময়কে ধারণ করতে না পারে, আমি মনে করি একটা জায়গায় গিয়ে সেটা ব্যর্থ।”
ওসি চরিত্রটির ‘হারুন’ নাম দেওয়ার পেছনে কোনো ঘটনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশে হারুন খুবই কমন নাম। ১৫-২০ জন মানুষের মধ্যে একজন হারুন পাওয়া যাবেই। সেই জায়গা থেকে নামটা দেওয়া। বিশেষ কোনো পরিকল্পনা করে দেওয়া না।“
‘মহানগর-২’ জনপ্রিয়তার দিক দিয়ে প্রথম সিজনকে ছাড়িয়ে যাবে কি না, প্রশ্নে আশফাক নিপুন বলেন, “একটা পর্ব আরেকটা পর্বকে ছাড়িয়ে যাবে কি না সেটা শিল্পের উদ্দেশ্য না। মহানগরে আমরা একটা গল্প বলেছিলাম। সেই গল্পেরই ধারা বজায় রেখে আসছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে গল্পটা বলা গেছে কি না সেটাই আমাদের আমাদের উদ্দেশ্য।”
দর্শক যদি মনে করে দ্বিতীয় পর্বেও প্রথম পর্বের মত শক্তিশালী একটা গল্প বলা গেছে, তাতেই খুশি থাকার কথা বললেন এই নির্মাতা।
২০২১ সালের জুনে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পায় ‘মহানগর’। সেখানে এক রাতে ঢাকার একটি থানায় ঘটে যাওয়া চমকপ্রদ সব ঘটনা দেখানো হয়। থানার ওসি হারুনের কথা আর বুদ্ধির মারপ্যাঁচে ঘুরপাক খেতে থাকে বাকি চরিত্রগুলো।
ঘটনার অবসান না দেখিয়ে কিছু প্রশ্ন ও রহস্য রেখে শেষ হয় ওই পর্বে। সেইসঙ্গে ওসি হারুনের পরিণতি জানাতেও দর্শকদের অপেক্ষায় রাখা হয়। তখনই ইঙ্গিত রাখা হয়েছিল দ্বিতীয় পর্ব আসছে।
হইচই বাংলাদেশ জানিয়েছে, ‘সিরিজটির প্রথম সিজন মুক্তির পর সাধারণ দর্শকের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাওয়ার পাশাপাশি সমালোচক মহলেও ব্যাপক ভাবে সমাদৃত হয় । এই ড্রামা-থ্রিলার সিরিজের প্রথম সিজনে আমরা দেখেছি, এই মহানগরের এক রাতে ঘটে যাওয়া অনেকগুলো গল্প, কিন্তু শেষে রেখে যায় বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন।
“সেই রেখে যাওয়া গল্পগুলোর সত্য উন্মোচনের পাশাপাশি ওসি হারুনের চূড়ান্ত পরিণতি দেখার জন্য দর্শকরা অধীরভাবে অপেক্ষা করছে।”
মহানগর মুক্তির পর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কলকাতায় জনপ্রিয়তা পায়। দর্শকদের দাবি ছিল দ্বিতীয় সিজনের। গত জানুয়ারিতে অনুষ্ঠিত হইচই মিট অনুষ্ঠানে জানা যায়, দ্বিতীয় পর্ব আসছে মহানগরের। তবে এটা অন্তিম পর্ব নয়।
এই সিজনে মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, শ্যামল মওলার সাথে অভিনয় করছেন, জয়ত্রী, লুৎফর রহমান জর্জ, বৃন্দাবন দাস, কাজী নওশাবা, দিব্য জ্যোতি, মাসুম রেজওয়ানসহ অনেকে।
পুরনো খবর