রাণবীর বলেন, "ভাইলোক, এমন অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন না যাতে আমার ডাবল চিন দেখা যায়।”
Published : 14 Nov 2023, 12:06 PM
কিছুদিন আগে পাপারাজ্জিদের সঙ্গে বাজে ব্যবহার করে দুর্নাম কুড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন বলিউডের নায়ক রাণবীর সিং। ফের তিনি খবরে জায়গা করে নিয়েছেন পাপারাজ্জিদের সঙ্গে মজা আর খুনসুটি করে।
ইন্ডিয়া টুডে বলছে, কয়েকদিন আগে বিশ্বকাপের ম্যাচ দেখতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলের জার্সি পরে দেখা গেছে রাণবীরকে।
সেখানে আলোকচিত্রীরা যখন এই নায়কের ছবি তুলতে যান, রাণবীর মজা করে বলেন, এমনভাবে যেন তার ছবি তোলা না হয়, যাতে বয়সের ছাপ ধরা পড়ে।
পাপারাজ্জিদের সঙ্গে রাণবীরের সেই হাসিঠাট্টার ভিডিও সোশাল মিডিয়াল ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা গেছে রাণবীর বলছেন, ' ভাইলোক, এমন অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন না যাতে আমার ডাবল চিন (চিবুকের নিচ থেকে গলা পর্যন্ত মেদ বা চর্বি জমে যাওয়া) দেখা যায়।"
এক ব্যক্তি লিখেছেন, “এত স্পষ্টভাবে সত্যি কথা বলে বলেই ওকে আমার এত ভালো লাগে।”
আরেকজন লিখেছেন, “কী মিষ্টি করে বলল, আমার ডাবল চিন দেখা যাবে।”
এরপর পাপারাজ্জিদের জন্য পোজ দিয়ে রাণবীর জার্সি দেখান ভালো করে। ওই জার্সিতে তার আসন্ন সিনেমা ‘অ্যানিমাল’ এর নাম লেখা ছিল।
‘অ্যানিমাল’ সিনেমায় ভরপুর অ্যাকশনে দেখা যাবে রাণবীরকে। নায়কের সঙ্গে আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। এছাড়ার রাণবীরের স্ত্রীর ভূমিকায় থাকছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মানদানা এবং খল চরিত্রে রয়েছেন ববি দেওল।