প্রসেনজিৎ, দেব এবং জিতের এক সিনেমায় কাজের কথা ভাবা হচ্ছে।
Published : 15 Nov 2023, 02:51 PM
কলকাতার তিন ডাকসাইটে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দীপক অধিকারী দেব এবং জিতেন্দ্র মদনানী জিৎকে একে অপরের সিনেমায় আলাদা আলাদাভাবে পাওয়া গেলেও, এই তিন তারকা একসঙ্গে পর্দায় ধরা দেননি।
তবে সেই সম্ভাবনা তৈরির খবর দিয়েছেন জিৎ।
আনন্দবাজার বলছে, ‘দুই পৃথিবী’ সিনেমায় সহশিল্পী হিসেবে কাজ করেছেন দেব এবং জিৎ। অন্য দিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও দেব।
তিন জনের এক সঙ্গে কাজ করা হবে কীনা প্রশ্নে জিৎ বলেছে, এরিমধ্যে সেই সম্ভাবনা তৈরি হয়েছে। প্রসেনজিৎই নাকি ‘ত্রয়ীকে’ এক পর্দায় আনার কথা ভাবছেন।
জিৎ বলেন, “কিছুদিন আগে মুম্বাইয়ের বিমানে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে দেখা; কথাও হল। উনি এ রকম সিনেমা করার প্রস্তাব দিয়েছেন। আমার তো কোনো সমস্যা নেই।’’
তবে সে জন্য ভালো রসদের ওপর গুরুত্ব দিলেন এই অভিনেতা।
“তিনজনে একসঙ্গে কাজ করতে পারলে আমার তো ভালোই লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবে। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।”