ফেরদৌস বলেন, “বাড়াবাড়ি নেই, কোথাও কোনো ঝামেলা দেখিনি। তবে লোকজন একটু স্লো আসছে।“
Published : 07 Jan 2024, 10:21 AM
রুপালি পর্দা থেকে রাজনীতির ময়দানে আসা চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নিজের ভোট দিয়ে বলেছেন, নৌকার বিজয় ‘আসবেই’।
ঢাকা-১০ আসনের নৌকার টিকেটে ভোটের লড়াইয়ে নামা এই চিত্রনায়ক ভোট দিয়েছেন ঢাকা-১৭ আসনের ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানো কোনো প্রার্থীকে তার নির্বাচনি আসন থেকেই ভোটর হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো আসনের ভোটার হলেই চলে।
রোববার সকাল পৌনে ১০টায় ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরদৌস বলেন, “ভোটের পরিবেশ খুবই সুন্দর। বাড়াবাড়ি নেই, কোথাও কোনো ঝামেলা দেখিনি। লোকজন একটু স্লো আসছে। ৮টায় ভোট শুরু হয়েছে তো, সাধারণত যেটা দেখি ১০টার পর একটু ভিড় বাড়ে। ভোটার উপস্থিতিও ধীরে ধীরে বাড়ছে।"
জয়ের ব্যাপারে আশাবাদী ফেরদৌস বলেন, "আমার মনে হচ্ছে, আশানুরূপ ফল আমরা পাব এবং অবধারিতভাবে নৌকার বিজয় হবে।"
রোববার ভোটের সকালে ফেরদৌসের ব্যস্ততা শুরু হয় নিজের নির্বাচনি আসন থেকে। ভোটগ্রহণ শুরুর সময় সকাল ৮টায় তিনি ছিলেন সিটি কলেজ কেন্দ্রে।
ওই কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ফেরদৌস বলেছিলেন, বিজয়ী হতে পারলে তিনি বিজয়মালা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায়; নিজের আসন উৎসর্গ করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে ফেরসৌদের প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির মো. হুমায়ুন কবীর এবং জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান।
এফবিসিসিআই এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বর্তমানে এ আসনের সংসদ সদস্য।
আরও পড়ুন
ঢাকা-১০: নায়ক ফেরদৌস পেলেন কেবল দুই প্রতিদ্বন্দ্বী
ফেরদৌসের নির্বাচনি প্রচারে কর্মী-সমর্থকদের মারামারি, আহত ১২