ইমন বলেন, “ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে ওয়ার্ল্ড কাপ দেখব?“
Published : 19 Nov 2023, 10:58 AM
ঢাকায় একটি কনসার্টে গাইতে আসা কলকাতার শিল্পী ইমন চক্রবর্তী দারুণ ‘ঝামেলায় পড়েছেন’। মোবাইলে যে অ্যাপ দিয়ে তিনি ক্রিকেট ম্যাচ লাইভ দেখেন, সেটি বাংলাদেশে চলে না।
তাই মোবাইলে ম্যাচ দেখতে কীভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না এই গায়িকা।
আনন্দবাজার বলছে, এই সমস্যার কথা জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন ইমন। সেখানে সবার পরামর্শ চেয়ে বলেছেন, “ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে ওয়ার্ল্ড কাপ দেখব?“
ইমনের পোস্টে পরামর্শ এসেছে বন্ধুদের কাছ থেকে। একজন বলেছেন, বাংলাদেশে হটস্টার চলে না, অন্য মাধ্যম বেছে নিতে হবে।
রোববার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, মুখোমুখি ইমনের দেশ ভারত ও অস্ট্রেলিয়া। দিনটি ভারতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় খেলা দেখতে কলকাতার টালিগঞ্জে অনেক পরিচালক শুটিং বন্ধ রেখেছেন। শিল্পী কলাকুশলীরাও খেলা দেখার নানা পরিকল্পনার কথা জানিয়েছেন ফেইসবুকে।