ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।
Published : 03 Dec 2023, 04:48 PM
ঋণ খেলাপির কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার সকালে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তা বাতিল ঘোষণা করেন।
আসাদুজ্জামান বলেন, “ডলি সায়ন্তনীর ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে কাগজপত্রে ত্রুটি থাকায়।”
মনোনায়নপত্র বাতিল হওয়া আরও দুইজন হলেন, পাবনা-২ এর স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আজিজ খাঁন ও পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো রবিউল করিম।
এর আগে বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ডলি সায়ন্তনী। তার আগে গত রোববার তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন, “ক্রেডিট কার্ডের বিষয়টি আমার খেয়াল ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করবো।“
পাবনায় মনোনয়নপত্র জমা দিলেন ডলি সায়ন্তনী
তিনি আরও বলেন, “আমার জন্ম পাবনা শহরের সোনাপট্টি এলাকায়। দাদার বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভায়না গ্রামে। সেখানে আমার চাচারা থাকেন।
“এজন্য আমি সেখানে প্রার্থী হয়েছি। আশা করি পাবনা-২ আসনের মানুষ আমার পাশে থাকবে।”
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত; তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ।
প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।