লোকগীতি ও ভাওয়াইয়া গানের শিল্পী, বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম আর নেই।
সোমবার রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই শিল্পীর বয়স হয়েছিল ৭৫ বছর।
গীতিকার, সুরকার ও সংগঠক এ কে এম মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাদিরা বেগম এদেশের গুণী সংগীত শিল্পী ও শিক্ষক। তিনি সরকারি সঙ্গীত কলেজে শিক্ষকতা করেছেন। ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনে শিক্ষকতা করেছেন। ভাওয়াইয়া গানের খ্যাতিমান শিল্পীদের একজন তিনি।
“তার মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে যাই। আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে জেনেছি, সোমবার দুপুর থেকেই আর সাড়া দিচ্ছিলেন না। পরে চিকিৎসক রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।”
রাতেই নাদিরা বেগমের মরদেহ আগারগাঁওয়ের সরকারি সঙ্গীত কলেজে নিয়ে যাওয়া হয়। মিরপুর ৬০ ফুট ঝিলপাড় মসজিদে জানাজার পর রাতেই নাদিরা বেগমের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। সেখানেই দাফন করা হবে তাকে।
বিখ্যাত 'কল কল ছল ছল নদী করে টলমল' গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের মেয়ে নাদিরা বেগম ১৯৬০ সালে রেডিওতে সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
নাদিরা বেগমের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন।