প্রথম সন্তান জন্মের এক বছরের মধ্যে দ্বিতীয় সন্তান আসছে দেবিনা বন্দ্যোপাধ্যায়ের।
Published : 05 Nov 2022, 04:35 PM
প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় চিকিৎসকের কাঁচির নিতে নিজেকে সঁপে দেননি দেবিনা বন্দ্যোপাধ্যায়; কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তাই করছেন।
কেন? এর উত্তরে ভারতীয় এই বাঙালি অভিনেত্রী জানালেন, গর্ভকালীন কিছু শারীরিক জটিলতার কারণেই সন্তান জন্মদানে ‘সি সেকশন’ বা সিজারিয়ান পদ্ধতিতে যেতে হচ্ছে তাকে।
টিভি সিরিজ রামায়ন দিয়ে পরিচিতি পাওয়া দেবিনার প্রথম সন্তান প্রসব প্রাকৃতিক পদ্ধতিতে হলেও গর্ভ ধারণে টেস্ট টিউব পদ্ধতি বেছে নিতে হয়েছিল তাকে।
প্রথম সন্তানের জন্মের ঠিক চার মাস পরই গর্ভে দ্বিতীয় সন্তানের অস্তিত্ব টের পান দেবিনা।
তারপর নিয়মিতই নিজের ‘প্রেগন্যান্সি ডায়েরি’ সোশাল মিডিয়ায় দিয়ে আসছিলেন এই অভিনেত্রী; উন্মুক্ত উদরের সেই ছবির জন্য তাকে সমালোচনাও সইতে হয়।
এরমধ্যেই দেবিনা জানালেন, তার দ্বিতীয় সন্তানের প্রসব হবে সি সেকশনের মাধ্যমে, আর তার দিনও ঠিক করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, দেবিনা তার ব্লগে লিখেছেন, এবার তিনি গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছিলেন। এছাড়া উচ্চ রক্তচাপও দেখা দিয়েছিল, যদিও সেসব তিনি উৎরে গেছেন। তবে শিশুর ওজন বেড়ে গেছে।
“শিশুর আকার বেশ বেড়ে গেছে, অনেকটা জায়গাজুড়ে সে ঘুরপাক খাচ্ছে। চিকিৎসকদের ভয় তার ওজন এবং আকৃতি আরও বেড়ে গেলে জরায়ুর পানি ভেঙে যেতে পারে।”
তাই সব মিলিয়ে বেশ সমস্যার মধ্য দিয়েই তাকে যেতে হয়েছে। তাই শিশু প্রসবে ‘সিজার’ অপশনকেই বেছে নিতে হচ্ছে দেবিনাকে।
দেবিনা আরও লিখেছেন, “কিছুদিন হল পেটটা বেশ স্ফীত হয়েছে। আমি পরে জানতে পারলাম, মানুষের দ্বিতীয় গর্ভাবস্থায় পেট প্রথমবারের তুলনায় স্ফীত হতে বাধ্য। এছাড়া সন্তান জন্মের পরও পেট স্বাভাবিক আকৃতিতে ফিরতেও সময় নেয়।”
এছাড়া প্রথম সন্তান হওয়ার পরপরই দ্বিতীয়বার গর্ভবতী হওয়ায় দেবিনা ওজন কমাতে ব্যায়াম করারও সুযোগ পাননি বলেও জানান।
ছোট পর্দার জনপ্রিয় জুটি দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরী বাস্তবেও জুটি। ২০০৬ সালে ‘রামায়ণ’ সিরিজ দিয়ে তাদের সম্পর্কের শুরু। ওই টেলিভিশন সিরিজে রাম ও সীতা চরিত্রে তাদের মনে রেখেছে দর্শক। গুরমিত, দেবিনা অবশ্য বড় পর্দাতেও কাজ করেছেন। ধারাবাহিক ছাড়া রিয়েলিটি শোতেও একসঙ্গে দুজন কাজ করেছেন। ২০১১ সালে তারা বিয়ে করেন।