মোহাম্মদ আলীর ‘৮ লড়াই’ নিয়ে সিরিজ

জোনাথন আইগ- এর বই ‘আলি: আ লাইফ’ অবলম্বনে সিরিজটি বানানো হচ্ছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2023, 12:50 PM
Updated : 10 March 2023, 12:50 PM

কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর জীবনী অবলম্বনে সিরিজ নিয়ে আসছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘পিকক’।

আলীর জীবনের আটটি বিশেষ লড়াই ও সংগ্রাম নিয়ে নির্মিত আট পর্বের এই সিরিজের নাম ঠিক হয়েছে ‘এক্সিলেন্স: এইট ফাইটস’। তবে সিরিজটি কবে মুক্তি দেওয়া হবে তা এখনও জানানো হয়নি।

সিরিজটি যুক্তরাষ্ট্রের ভিডিও স্ট্রিমিংয়ের সেবা দেওয়া ‘পিকক’- এ মুক্তি দেওয়া হবে বলে সিএনএন জানিয়েছে; এর প্রযোজনায় রয়েছেন রেগে-জেন পেইজ, মরগান ফ্রিম্যান ও কেভিন উইলমট।

২০১৭ সালে প্রকাশিত জোনাথন আইগ- এর বই ‘আলি: আ লাইফ’ অবলম্বনে সিরিজটি বানানো হচ্ছে।

এতে নির্বাহী প্রযোজকের দায়িত্বে থাকা জিম্বাবুয়ে বংশোদ্ভূত অভিনেতা রেগে-জেন পেইজ আলী চরিত্রে অভিনয় করছেন না বলে ডেডলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

মুহাম্মদ আলীর জীবনের আটটি স্বতন্ত্র ও বিশেষ মুহূর্তের মিশ্রণে সিরিজটি নির্মিত হবে। আলীর জীবনের এক একটি লড়াইয়ের গল্প দেখানো হবে প্রতি পর্বে।

এসব গল্পে মূলত রিংয়ের বাইরে আলীর আবেগ ও মানসিক দ্বন্দ্বের লড়াই দেখানো হবে, যেখানে বিংশ শতাব্দীর অন্যতম সফল, একই সঙ্গে আলোচিত একজন মানুষের মনজগতের অবস্থা উঠে আসবে।