রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রেখে ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘আদম’ সিনেমার ট্রেইলার। আবু তাওহীদ হিরণের পরিচালনায় এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোশান ও জান্নাতুল ফেরদৌস ঐশী। নির্মাণের পাশাপাশি হিরণ চিত্রনাট্যও লিখেছেন। আশির দশকের গ্রামীণ জনপদের বাস্তবতা এই সিনেমার পটভূমি। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল মোংলা, সুন্দরবন, ময়মনসিংহ, জামালপুর ও কুয়াকাটা। ইয়াশ-ঐশী ছাড়া অভিনয় করেছেন রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য ও রাইসুল ইসলাম আসাদ।