সম্প্রতি মুম্বাই সফরের একটি ছবির পোস্টে নিককে এই প্রস্তাব দিয়েছেন তারই ভারতীয় এক ভক্ত।
Published : 02 Apr 2023, 06:13 PM
স্বামী নিক জোনাস আর মেয়ে মালতিকে নিয়ে ভারতের মুম্বাইয়ে ফুরফুরে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া; তবে নেটিজেনরা মজেছেন নিক জোনাসের পোস্ট করা একটি ছবি নিয়ে।
হিন্দুস্থান টাইমস লিখেছে, প্রায় পাঁচ বছর পর ভারতে বেড়াতে এসে গত শনিবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন জোনাস। ক্যাপশনে লেখেন, মাঝের সময়টায় ভারতকে মিস করেছেন খুব।
বিয়ের পর প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। মেয়ে মালতি মারি চোপড়া জোনাসের জন্মের পর এটাই শ্বশুরের দেশে নিক জোনাসের প্রথম আসা। স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে গত শুক্রবার নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন তিনি।
এর একদিন পরে পোস্ট করা সেই ছবিতে একটি বারান্দায় দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় এই গায়ককে। পরনে ছিল হলুদ রঙের প্রিন্টেড কুর্তা। রোদচশমায় ঢেকে রাখা চোখের সেই ছবিতে নিক লিখেছেন, “ভারত... আমি তোমাকে মিস করেছি।”
আর তাতেই মজেছেন ভারতীয় ভক্তরা। ছবিটি পোস্ট করার পর মন্তব্যের ঘরে অনেকেই তাকে ভারতের ‘জাতীয় দুলাভাই’ বলতে শুরু করেন।
এক ভক্ত জানিয়ে দেন, ভারতও ‘মিস’ করেছে নিক জোনাসকে। তিনি ফিরে আসায় ভালো লাগছে তার। সফর যেন উপভোগ্য হয়, সেই প্রত্যাশার কথাও লিখেছেন এই ভক্ত।
একজন লিখেছেন, “নিক দেশিদের চেয়েও বেশি দেশি।” আর আরেকজন বলেই বসেছেন, “সারাজীবনের জন্য ঘরজামাই হয়ে যাও।”
শুক্রবারের ওই অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন, রণবীর সিংসহ বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের কয়েকটি ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।
২০১৮ সালে গায়ক নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া গাঁটছড়া বাঁধেন। এরই মধ্যে অভিনেত্রী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। কয়েক বছর আগে নিউ ইয়র্কে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন ভারতের এই সাবেক মিস ওয়ার্ল্ড।