“বন্ড হিসেবে ড্যানিয়েল অমোচনীয় ছাপ রেখে গেছেন। প্রযোজকরা ব্যতিক্রমী কাউকেই নেবেন,“বলেন ব্রসনান।
Published : 09 Mar 2024, 12:47 PM
কে হতে পারেন পরবর্তী বন্ড? কাকে সবেচেয়ে ভালো মানাবে? এই প্রশ্নের উত্তর দিতে দিতে এক সময় বিরক্তি প্রকাশ করেছিলেন এই চরিত্রটি করা অভিনেতা পিয়ার্স ব্রসনান। তবে এবার জিজ্ঞেস না করতেই নিজের পছন্দের কথা জানিয়েছেন তিনি।
ব্রসনানের চোখে জেমস বন্ড হওয়ার উপযুক্ত একজন অভিনেতা ওপেনহাইমার তারকা কিলিয়ান মার্ফি।
অবশ্য তিনি এও বলেছেন, দুর্দান্ত জনপ্রিয় এই চরিত্রটি করতে প্রযোজকরা কাকে বেছে নেবেন, সে বিষয়ে তার বিন্দুমাত্র ধারণা নেই।
“বন্ড হিসেবে ড্যানিয়েল (সর্বশেষ বন্ড ড্যানিয়েল ক্রেইগ) অমোচনীয় ছাপ রেখে গেছেন। প্রযোজকরা ব্যতিক্রমী কাউকেই নেবেন,” বলেন ব্রসনান।
বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে এই কথা বলেন ব্রসনান।
তিনি বলেন, "কিলিয়ান হিজ ম্যাজেস্টির সিক্রেট সার্ভিসে জেমস বন্ড হিসেবে দুর্দান্ত কাজ করবেন।"
গত ছয় দশকের বেশি সময়ে জেমস বন্ডের সিনেমা এসেছে ২৫টি। এর মধ্যে ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত ‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’, ‘ডাই অ্যানাদার ডে’-এই চার বন্ড সিনেমায় অভিনয় করেছিলেন ব্রসনান।
এর আগের বন্ড টিমোথি ডাল্টনের পর এই সিরিজে যুক্ত হয়েছিলেন তিনি। ব্রসনানের পর বন্ড হন ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমাটি করে এ চরিত্রে ইস্তফা দেন।
এরপর থেকে নতুন বন্ড কে হচ্ছেন তা নিয়ে দর্শক-সমালোচক ও বন্ড ভক্তদের জল্পনার শেষ নেই। নির্মাতারাও অভিনেতা খুঁজতে কোমর বেঁধে নামা নেমেছেন।
নির্মাতারা চাইছেন, বন্ড হয়ে যে অভিনেতাই আসুন না কেন, তাকে আগামী অন্তত এক থেকে দেড় দশক বন্ড হয়ে থাকতে হবে। অভিনেতার অভিনয় গুণ এবং যাবতীয় শর্ত পূরণ হলে তবেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হবে।
লস অ্যাঞ্জেলেসের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রসনানের স্বদেশী আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফিও। কিছুদিন আগে কয়েকটি সংবাদমাধ্যমে বন্ড দৌড়ে মার্ফির নাম আসে।
সে সময় মার্ফি বলেছিলেন, বন্ড হতে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব তার কাছে আসেনি।
রোববার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে অস্কারের সোনালি ট্রফি। অস্কার মনোনয়নে সর্বোচ্চ ১৩টি শাখায় মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’।
এ সিনেমায় বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমার চরিত্রে অভিনয় করেছেন মার্ফি। তার নাম এসেছে অস্কারে সেরা অভিনেতা শাখাতেও।
মার্ফি বলেন, “আমি কেবল অস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই। অনুষ্ঠানের ভালো দিকটা কেবল গ্রহণ করতে চাই।“
অস্কার পাওয়া না পাওয়া নিয়ে কোনো ভাবনা মাথায় নেই বলে এ অভিনেতার ভাষ্য।