ওয়েব সিরিজের শুটিংও শেষ হয়েছে, মুক্তি চলতি মাসের শেষ দিকে।
Published : 03 Aug 2023, 12:22 PM
কলকাতায় সিনেমার পর এবার ওয়েব সিরিজে অভিনয়ের খাতা খুলেছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ।
শুটিংয়ের সময়ের একটি ছবি ফেইসবুকে পোস্ট করে শুভ জানিয়েছেন, আট পর্বের সিরিজের নাম ‘উনিশে এপ্রিল’।
সিরিজটি পরিচালনা করেছেন কলকাতার অভিনেতা-পরিচালক অরিন্দম শীল। তিনিও এ সিরিজের খবর ফেইসবুকে জানিয়েছেন।
সত্তরের দশকে কলকাতায় ঘটে যাওয়া সুরূপা গুহর মৃত্যুরহস্য নিয়ে ‘উনিশে এপ্রিল’ এর গল্প এগিয়েছে। অনেকে তার মৃত্যুর জন্য স্বামী ইন্দ্রনাথ গুহকে দোষী ভাবলেও শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যান তিনি।
সে সময় ধরে নেওয়া হয়েছিল তৎকালীন সরকারের কর্তাব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক এবং কলকাতার নামজাদা স্কুলের মালিক হওয়ায় বিশেষ সুবিধা পেয়েছিলেন ইন্দ্রনাথ।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলার সিরিজে সুরূপার স্বামী ইন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন শুভ।
সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে শুভ বলেন, “অতীতে এ ধরনের চরিত্রে কাজের সুযোগ আমার হয়নি। গল্প নির্ভর সিরিজটিতে আমি একটি ভিন্ন চরিত্র পেয়েছি। আমার জন্য দারুণ একটি কাজ হয়েছে।“
শুভ কলকাতায় এর আগে ‘আহারে’ সিনেমায় অভিনয় করেন। এছাড়া ২০১৮ সালে অরিন্দম শীলের ‘বলি ঘর’ নামে একটি সিনেমায় শুভ কাজ করার কথা হয়ে থাকলেও, পরে তা আর এগোয়নি।
শীলের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শুভ বলেন, “উনার (অরিন্দম শীল) সঙ্গে আমার যোগাযোগ ছিল। খুবই কাজের মানুষ তিনি। কাজের সময় তার দিক থেকে কোনো চাপ অনুভব করিনি।“
শীল তার সিরিজের মূল চরিত্র শুভ সম্পর্কে বলেন, “অনেকদিন ধরে শুভর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। শুভরও আগ্রহ ছিল। ‘বালি ঘর’ তো হল না। এই সিরিজে কাজ করে দেখলাম দারুণ গোছানো কাজ করে ছেলেটি। শুভর সঙ্গে কাজ করে ভালো লেগেছে।“
কয়েকদিন আগে কলকাতায় সিরিজের শুটিং সেরেছেন শুভ। ‘উনিশে এপ্রিল’ সিরিজে শুভর সঙ্গে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ ও সৌরসেনী।
চলতি মাসের শেষ দিকে একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটির মুক্তি পাওয়ার কথা আছে।
পুরনো খবর