নন্দনা দেব সেন অমর্ত্য সেন এবং সাহিত্যিক প্রয়াত নবনীতা দেব সেনের মেয়ে।
Published : 18 Apr 2024, 12:49 PM
বধূবেশে এই নারীকে দেখলে চট করে চেনা দায়। তিনি কলকাতার বাংলা সিনেমার অভিনেত্রী, কাজ করেন বেছে বেছে। তার আরেকটি বড় পরিচয় হল, তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের মেয়ে নন্দনা সেন।
এই অভিনেত্রীকে নায়িকা করে ‘অটোগ্রাফ’ সিনেমা বানিয়ে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।
হিন্দুস্তান টাইম লিখেছে, কিছুদিন আগে বিশ্ব শিল্প দিবসে একটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন নন্দনা।
ক্যাপশনে লিখেছেন, “আমার বড় হয়ে ওঠা কলকাতাতেই। আমি আমার মধ্যে আমাদের শৈল্পিক সংস্কৃতিকে বহন করে চলি। যখন এই ছবিগুলোকে দেখি, তখন কেবল নিজেকে বাঙালি বধূ হিসেবে দেখি না। বহু প্রজন্ম ধরে চলে আসা একটা দুর্দান্ত শিল্পকে দেখতে পাই।
“এই মুকুট, শাঁখা পলা, পোশাক কেবল মুগ্ধতা নয়। এটা আমার শহরের শিল্প। এই বিশ্ব শিল্প দিবসে এই ছবির মাধ্যমেই আমি আমার শহর কলকাতার সাংস্কৃতিক এই সৌন্দর্যকে আমার শ্রদ্ধা জানাচ্ছি।”
অমর্ত্য সেন এবং সাহিত্যিক প্রয়াত নবনীতা দেব সেনের মেয়ে নন্দনা দেব সেন।
সৃজিতের অটোগ্রাফে সিনেমা ছড়াও বলিউডে প্রিন্স, রং রাসিয়াহ আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।