Published : 26 Aug 2023, 10:25 AM
মালাইকা অরোরা ও অর্জুন কাপুরকে ইদানীং আগের মতো এক সঙ্গে দেখা যাচ্ছে না। মালাইকাকে একাই ঘুরতে দেখা যাচ্ছে, অর্জুনও পার্টিতে যাচ্ছেন একা।
তাতে জোর গুঞ্জন ছড়িয়েছে, তাদের পাঁচ বছরের সম্পর্কের ইতি ঘটছে। আর তাকে সামনে আসছে অভিনেত্রী কুশা কপিলার নাম।
বলা হচ্ছে, নিজের চেয়ে ১১ বছরের বড় মালাইকাকে ছেড়ে এখন কুশার দিকে মনোযোগী অর্জুন। করণ জোহরের এক পাির্টতেই তারা পরস্পরের প্রতি মজে গেছেন। আসলে কি তাই?
বলিউডে সাংবাদিকদেরও কৌতূহলী প্রশ্ন ছিল গত মাসেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়া কুশার কাছে।
তার উত্তর এল- “আমাকে নিয়ে রোজ এত নতুন গল্প! ভাগ্যিস আমার মা দেখেননি।”
আরবাজ খানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুনের সঙ্গে ‘লিভ টুগেদারে’ রয়েছেন মালাইকা।
এখন সম্পর্কচ্ছেদের গুঞ্জন চললেও তারা দুজনের কেউ এনিয়ে মুখ খুলছেন না। তবে তাদের ঘনিষ্ঠদের বরাতে ভারতের সংবাদ মাধ্যম বলেছে, এটা পুরোপুরিই গুজব। তারা এখন নিজেদের কাজে মন দিতে চান।