Published : 02 May 2025, 04:36 PM
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর জানিয়েছে তার পরিবার।
বৃহস্পতিবার রাতে উপজেলার কুশুমপুর বিওপির আওতাধীন পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে আহত রিয়াজের চাচাতো ভাই সুমন জানিয়েছেন।
গুলিবিদ্ধ রিয়াজ পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সুমন বলেন, “রিয়াজ রাতে সীমান্তের খালের ধারের মাঠে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যায়। এ সময় ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় সে। গুলির শব্দ শুনে গ্রামবাসী মাঠে গিয়ে রিয়াজকে পড়ে থাকতে দেখে।
“তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগরে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে।”
এ বিষয়ে জানতে চাইলে বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, কারো গুলিবিদ্ধ হওয়ার তথ্য তাদের জানা নেই। কেউ কোনো অভিযোগও করেনি।