শুক্রবার সকাল পর্যন্ত ‘৫০ লাখের বেশি মানুষ সুরমা সুরমা’ গানটি ইউটিউবে দেখেছে।
Published : 12 May 2023, 01:02 PM
‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ শিরোনামের গানটি নিয়ে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র প্রবাসী সংগীত পরিচালক নাভেদ পারভেজ।
শুক্রবার সকাল পর্যন্ত ‘৫০ লাখের বেশি মানুষ ‘সুরমা সুরমা’ গানটি ইউটিউবে দেখেছেন।
বাংলাদেশে সিনেমার গানে নাভেদ জনপ্রিয়তা পান গতবছর ‘পরাণ’ সিনেমায় ‘চলো নিরালায়’ গানটি দিয়ে। বছর ঘুরতে না ঘুরতেই ফের নতুন গান নিয়ে খবরে এসেছেন পারভেজ।
ফেইসবুকে গান নির্মাণের গল্প শুনিয়ে ‘সুরমা সুরমা’ গানটি স্ত্রী ফারহানা হোসেন বিনতিকে উৎসর্গ করেছেন এই সুরকার।
ফেইসবুকে নাভেদ নাভেদ লিখেছেন, “বিয়ে করার পর এটি আমার প্রথম হিট গান, বউ ফার্স্ট শোনায় বলেছিল, গানটি হিট করবে। গানটি আমার বউকে উৎসর্গ করলাম।”
জাহিদ আকবরের লেখায় এবং নাভেদ পারভেজের সুর ও সংগীতায়োজনে ‘সুরমা সুরমা’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও সোমনূর কোনাল। পর্দায় গানে ঠোঁট মিলিয়েছেন নায়ক শাকিব খান ও শবনম বুবলী।
গত ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বিনতিকে বিয়ে করেন নাভেদ। বিনতির বাবা ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি ও গবেষক জয়দুল হোসেন।
নাভেদ জানিয়েছেন, সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা বিনতি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করে বিনতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
দেশে রোজার ঈদে মুক্তি পাওয়া ৮টি সিনেমার মধ্যে শাকিব ও বুবলীর সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি আলোচনায় এসেছে বেশি।
নাভেদ ফেইসবুকে লিখেছেন, “সুরমা অর্থ হচ্ছে ‘কাজল’, কাজলের যে কালার সেটাকে মেটাফরিকাল অর্থে সুরমা সুরমা দিনে বোঝানো হয়েছে। যদি আরও ভেঙে বলি, আকাশে যখন ঘন কালো মেঘ হয়, এই কালো মেঘের একেকদিনের বিভিন্ন শেড থাকে, ঠিক এই চিন্তা করে সুরমা সুরমা দিনে টোটালি একটা মেটাফরিকাল হুক লাইন ইউজ করা হয়েছে।
‘লিডার- আমিই বাংলাদেশ’ সিনেমার পরিচালক তপু খানের সঙ্গে কী কী আলোচনায় গানটি তৈরি হয় তা ফেইসবুকে তুলে ধরেছেন নাভেদ।
পরিচালক নিশ্চিত ছিলেন গানটি ‘আলোড়ন’ তুলবে।
নির্মাতা তপু এবং শাকিব ও বুবলীর অভিনয়ে গানটি ব্যাপক ‘সফলতা’ পেয়েছে বলেও মন্তব্য করেন নাভেদ।
তার ভাষ্য, “গানটি দশ বছর পর যদি মানুষ শোনে তাহলে বুঝবো ২০২৩ সালে আমরা কিছু একটা করেছিলাম।”