“মে দিবসের চেতনা এখন আর আগের মত নেই,” বলেন নাট্যকার মামুনুর রশীদ।
Published : 01 May 2023, 05:40 PM
গান, নাটক আর আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার আদায়ের দিনটি স্মরণ করল নাট্যসংগঠন আরণ্যক।
সোমবার মে দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘দ্য ইন্টারন্যাশনাল’ গানের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের।
অনুষ্ঠানে আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক ফয়েজ জহির বলেন, “শ্রমিক দিবসটি আর আগের আবেদন নিয়ে আসছে না। আমরা আরণ্যক নাট্যদল দীর্ঘ ৪৩ বছর ধরে এই শহীদ মিনারের পাদদেশে মে দিবস পালন করে আসছি। দল-মত নির্বিশেষে সকল সংগঠনের উচিত মে দিবসের চেতনা ধারন করে মে দিবস পালন করা।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন বলেন, “শ্রমিকের ইতিহাস শ্রমিকের হাতছাড়া হয়ে গেছে আজ। মে দিবস এখন একটা কাগুজে দিবস, ছুটির দিবস। কারণ যে চেতনা ও উদ্দেশ্য নিয়ে মে দিবস পালন শুরু হয়েছিল- তা আজও পূরণ হয়নি।
“আজও শ্রমিকদের দাবি আদায়ে পথে নামতে হয়। আজও শুধুমাত্র পানির জন্য কৃষককে আত্মহত্যা করতে হয়। তাই মে দিবস পালন এখন আগের চেয়ে আরো বেশি প্রয়োজনীয়। মে দিবসের চেতনা এখন আরও বেশি প্রাসঙ্গিক।”
মে দিবসের চেতনা এখন আর আগের মত নেই মন্তব্য করে আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা সম্পাদক মামুনুর রশীদ বলেন, “কারণ শ্রমিক আর মালিক এখন একাকার হয়ে গেছে। শোষক শ্রেণি শ্রমিকের আন্দোলন স্তিমিত করতে শ্রমিকদের মধ্যে মালিকদের ঢুকিয়ে দিয়েছে।
“এই দুমুখো সাপদের কারণে শ্রমিকের দাবি আর এখন আদায় হচ্ছে না। তাই শ্রমিকদের দাবি আদায় করতে হলে এই দুমুখো সাপদের চিহ্নিত করে সমূলে উৎপাটন করতে হবে।”
অনুষ্ঠানে পরিবেশিত হয় আরণ্যক নাট্যদলের নতুন পথনাটক 'নতুন ঘণ্টা’। মামুনুর রশীদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। অভিনয় করেছেন শামীমা শওকত লাভলী, কামরুল হাসান, আরিফ হোসেন আপেল, সুজাত শিমুল, কাজী আল-আমিন, মরু ভাস্কর, সুরভী রায়, রনধীর বড়ুয়া, রুহুল আমিন।
সংগীত পরিবেশন করেন আরণ্যক নাট্যদলের সদস্য অভিনেতা চঞ্চল চৌধুরী ও আরণ্যকের অন্য শিল্পীরা।
সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে আরণ্যকের নাট্য প্রযোজনা 'রাঢ়াঙ'। রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
তিনি বলেন, “২০০০ সালে স্বাধীন বাংলাদেশের নওগাঁয় আলফ্রেড সরেনের নেতৃত্বে ভূমির জন্য লড়াই ও আলফ্রেড সরেনের আত্মত্যাগ, সাঁওতালদের দীর্ঘ সংগ্রামের বিশাল উত্তরাধিকারকে মঞ্চে তুলে ধরার প্রয়াসই ‘রাঢ়াঙ’।”
১৯৮১ সাল থেকে নিয়মিতভাবে মে দিবস পালন করে আসছে আরণ্যক নাট্যদল। প্রতিবছর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গান, কবিতা, আলোচনা ও নতুন পথনাটকের অভিনয়ের মাধ্যমে পালন করা হয় মে দিবস। আর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চস্থ করা হয়ে থাকে।