“একবার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতা অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে, কিন্তু তখন কিছু করার ছিল না,” বলেন তিনি।
Published : 28 Oct 2023, 08:19 AM
বলিউডে তিন দশক আগে ‘মহড়া’ সিনেমায় হলুদ শাড়িতে 'টিপ টিপ বরসা পানি' গান দিয়ে মাতিয়ে দেওয়া নায়িকা রাভিনা ট্যান্ডন 'আবেদনময়ী' অভিনেত্রী হিসেবে নাম কুড়িয়েছেন। কিন্তু অভিনয়ে নিজস্ব কিছু নীতি মেনে চলতে গিয়ে বিরূপ অভিজ্ঞতাও তার হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাভিনা বলেছেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে তার অস্বস্তি হত। একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না চুম্বন দৃশ্যে। এই প্রসঙ্গে একটি অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি।
রাভিনা বলেন, "মনে আছে, একবার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতা অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। শটের পর ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।’’
'টিপ টিপ বরষা পানি' শুটিংয়ের সময়ের একটি ঘটনাও তুলে ধরেন এই অভিনেত্রী। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘মহড়া’ সিনেমার আলোচিত ওই গান নিয়ে ঘটনার শেষ নেই। নতুন করে জানা গেল, এই গানের শুটিং শেষে 'টিটেনাস ইনজেকশন' দিতে হয়েছিল রাভিনাকে।
রাভিনার ভাষ্য, বৃষ্টির গানে শাড়িতে তার আবেদনময়ী পারফরম্যান্স দেখে দর্শকেরা যতই আনন্দ পান, বাস্তবে শুটিং ততটা সহজ ছিল না। এর পেছনে আরও অনেক যন্ত্রণার গল্প আছে।
তিনি বলেন, "আমরা এমন একটি জায়গায় গানটির শুটিং করি, যেখানে তখন নির্মাণকাজ চলছিল। খালি পায়ে শুটিং করতে খুব অস্বস্তি হচ্ছিল। সাবধান হয়েও ক্ষতি এড়ানো যায়নি। বাড়িতে ফেরার পর দেখি, হাঁটু কেটে গেছে। সঙ্গে সঙ্গেই টিটেনাস ইনজেকশন নিই।"
শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন রাভিনা কন্যা রাশা থাডানি। পরিচালক অভিষেক কাপুরের সিনেমায় অজয় দেবগনের ভাতিজা আমান দেবগনের বিপরীতে দেখা যাবে তাকে।
রাশাকে যদি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়, রাভিনা ব্যাপারটা কীভাবে নেবেন? এ প্রশ্নে রাভিনা বলেন, "ও (রাশা) যদি স্বচ্ছন্দবোধ করে তাহলে তো কোনো সমস্যা নেই। তবে না চাইলে কেউ জোর করে রাশাকে দিয়ে সেটা করাতে পারবে না।’’
রাভিনাকে শেষ দেখা গিয়েছিল 'ওয়ান ফ্রাইডে নাইট' সিনেমায়। আগামীতে তাকে ‘ঘুড়ছড়ি’ সিনেমাতে দেখা যাবে। সংবাদসূত্র: আনন্দবাজার, ইন্ডিয়া টুডে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)