কলকাতার বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তীর গান এসেছে ইউটিউবে। ‘ভাল্লাগছে না’ শিরোনামের এই গানের একটি ঝলক আগেই এসেছিল বাংলাদেশের গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচাল কৌশিক হোসেন তাপসের ফেইসবুকে। তাপসের কথা-সুর ও সংগীতায়োজনের গানটি এখন দেখা যাচ্ছে সোশাল মিডিয়ায়। গান মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, “মিমি যেমন সু-অভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন।“ গানটির মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার ভিডিও নির্মাণ করেছেন তুহিন।
Published : 30 Jan 2024, 03:30 PM