অক্টোবরের শুরুতে নেটফ্লিক্সে মুক্তির পর দর্শকরা ৬৬ লাখ ঘণ্টা দেখেছে সিনেমাটি।
Published : 14 Oct 2022, 11:13 PM
বক্স অফিসে বাজিমাত করতে না পারলেও এবার নেটফ্লিক্স মাতাচ্ছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’।
চলতি মাসের শুরুর দিকে নেটফ্লিক্সে মুক্তির পর এরইমধ্যে এ সিনেমা ৬৬ লাখ ঘণ্টা দেখা হয়েছে বলে জানিয়েছে অনলাইন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।
অস্কার জয়ী টম হ্যাংকস অভিনীত 'ফরেস্ট গাম্প'- এর হিন্দি রিমেক এই ‘লাল সিং চাড্ডা’ গত ১১ অগাস্ট মুক্তির পর প্রায় ৮৮ কোটি রুপি আয় করেছে।
আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা তো পূরণ করতে পারেইনি, বরং মুক্তির পর জুটেছে নানা সমালোচনা।
হলিউড হাঙ্গামা বলছে, গত ১৩ বছরের ইতিহাসে আমির খানের সর্বনিম্ন আয় করা সিনেমা এই ‘লাল সিং চাড্ডা’। তবে ওটিটি প্ল্যাটর্ফমে মুক্তির পর থেকেই সিনেমাটি সাফল্যের মুখ দেখছে।
হলে মুখ থুবড়ে পড়ার পর এ মাসের শুরুতে সিনেমাটি সরিয়ে ওটিটিতে নেওয়া হয়। এর পরপরই ভারতে দর্শক চাহিদায় এক নম্বরে চলে আসে বলে জানিয়েছে নেটফ্লিক্স।
পাশাপাশি বিশ্বব্যাপী ইংরেজি ছাড়া অন্য ভাষার সিনেমা ক্যাটাগরিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘লাল সিং চাড্ডা’।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্ট্রিমিং শুরুর পর ইতোমধ্যে সিনেমাটি ৬৬ লাখ ৩০ হাজার ঘণ্টা দেখা হয়েছে।
ভারত ছাড়াও বাংলাদেশ, সিঙ্গাপুর, ওমান, শ্রীলঙ্কা, বাহরাইন, মালয়েশিয়া, মরিশাস ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৩টি দেশে নেটফ্লিক্সে শীর্ষ দশে রয়েছে সিনেমাটি।
চিত্রনাট্যকার অতুল কুলকার্নি এবং পরিচালক অদ্বৈত চন্দনের সঙ্গে লাল সিং চাড্ডা বানিয়েছেন আমির খান। প্রযোজনার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন