নতুন সিজনের অনুষ্ঠানের মধ্যে থাকবে- পাপেট নাটক ‘অবাক করা গাছের দেশে’ ও ‘গুণীজন-সিজন ২’।
Published : 25 Apr 2024, 08:41 PM
শিশুদের বিশেষায়িত চ্যানেল দুরন্ত টিভির ২৭তম সিজন শুরু হতে যাচ্ছে বেশ কিছু নতুন অনুষ্ঠান নিয়ে।
আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া নতুন সিজনে থাকবে নাটক, নিজস্ব অনুষ্ঠান, সিসিমপুর ও কার্টুন সিরিজ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুরন্ত টিভি জানিয়েছে, নতুন সিজনের অনুষ্ঠানের মধ্যে থাকবে- পাপেট নাটক ‘অবাক করা গাছের দেশে’ ও ‘গুণীজন-সিজন ২’।
কার্টুন সিরিজ ‘কুটু ভুটু’সহ নিজস্ব অনুষ্ঠান থাকছে ‘দুরন্ত ফ্যামিলি’, ‘সবজান্তা’, ‘বানান মানে স্পেলিং’, ‘আর্ট রুম’, ‘বর্ণমালার ঘর’, ‘নাচের ইশকুল’, ‘গল্প শেষে ঘুমের দেশে-সিজন ৪’, ‘রঙ বেরঙের গল্প-সিজন ৩’, নাটক ‘এলাটিং বেলাটিং’, ‘কাবিল কোহকাফী’, ‘টুমলু’। এছাড়াও থাকবে নতুন নাটক ‘এলিয়েন’।
থাকছে বাংলায় ভাষান্তরিত কার্টুন সিরিজে ‘বাবল গাপিস’, ‘দ্য স্মার্ফস’, ‘হাইডি’, ‘মায়া দ্য বী’, ‘মিয়া অ্যান্ড মি’, ‘সুইট লিটল মনস্টার - সিজন ৪’, ‘রাসটি রিভেট’, ‘প প্যাট্রোল’।
'অবাক করা গাছের দেশে' নাটকে দেখা যাবে- কয়েকশো বছর পরের পৃথিবী দখল করে নিয়েছে ভিনগ্রহের দুষ্টু কারবানরা। কিন্তু কারবানদের বেঁচে থাকার জন্য দরকার হয় শুধুই কার্বন ডাই অক্সাইড। অক্সিজেনে ভরপুর এ পৃথিবীতে কারবানরা টিকে থাকতে পারবেনা।
তাই তারা কৌশলে ধ্বংস করতে থাকলো প্রকৃতিকে। শুধু টিকে থাকলো ছোট্ট একটা এলাকা আর সেই এলাকাতে টিকে থাকলো জিটু নামের একটি গাছ। এই গাছটি বর্তমান সময়ের পৃথিবী থেকে এক বিজ্ঞানীকে টাইম ট্রাভেল করিয়ে ভবিষ্যতের এই পৃথিবীতে নিয়ে গেল।
গাছ আর মানুষ মিলে নেমে পড়ল টিকে থাকার লড়াইয়ে। কিন্তু কারবানরা ষড়যন্ত্র করে বিজ্ঞানীকে আটক করে ফেলল। তারপরেই বিজ্ঞানীর নাতি সত্য এল অবাক করা গাছের দেশে। শুরু হল দুষ্টু কারবানদের ষড়যন্ত্র আর সত্যর বুদ্ধির লড়াই, গাছ ও সবুজ দেশ বাঁচানোর লড়াই।
মিথুন হাসানের রচনা ও পরিচালনায় ‘অবাক করা গাছের দেশে’ প্রচারিত হবে আগামী ৩ মে থেকে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টায়।
বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে শিশুদের আড্ডার আসর ‘গুণীজন-সিজন ২’ পরিচালনা করেছেন শাহাদাৎ সেতু ও এ কে কমল। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচারিত হবে আগামী ০৩ মে থেকে প্রতি শুক্রবার ও শনিবার রাত ৮টা ৩০ মিনিটে।
শিল্প, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি, রাজনীতিসহ আর্থ-সামাজিক নানান ক্ষেত্রে অন্তর্ভুক্ত কৃতি ও জ্যেষ্ঠ ব্যক্তিরাই গুণীজনের অতিথি।
এ অনুষ্ঠানে গুণীজনদের শৈশব, বেড়ে ওঠা, নিষ্ঠা ও সফলতার গল্প শিশুরা শুনবে, জানবে। গুণীজনদের অভিজ্ঞতার যে ঋদ্ধ ভাণ্ডার, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটাই তুলে আনা হবে গল্পে-কথায়। এ অনুষ্ঠান থেকে শিশুদের ভাবনার জগৎ আরো আলোকিত হবে, বাড়বে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা।
অভিনয়শিল্পী রুনা খানের সঞ্চালনায় দুরন্ত টিভির ফ্যামিলি গেইম শো ‘দুরন্ত ফ্যামিলি’ আবার আসছে ২৭ তম সিজনে।
এটি একটি ফ্যামিলি গেইম শো যেখানে প্রতি পর্বে ৪ সদস্যের দুটি পরিবার ৫টি খেলায় অংশগ্রহণ করে। প্রত্যেক পরিবারে দুজন শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক সদস্য। অনুষ্ঠানটির প্রথম রাউন্ড ‘ডানপিটে’, দ্বিতীয় রাউন্ড ‘কী মুশকিল’, তৃতীয় রাউন্ড ‘বিষম কাণ্ড’, চতুর্থ রাউন্ড ‘আবোল তাবোল’ এবং পঞ্চম বা শেষ রাউন্ড ‘শব্দ কল্প দ্রুম’।
এভাবে পাঁচটি রাউন্ড শেষ হবে, প্রতি রাউন্ডের খেলায় বিজয়ী একটি করে পুরষ্কার পাবে এবং সেই রাউন্ড থেকে প্রাপ্ত নম্বর দলীয় নম্বরের সাথে যোগ হবে। সবশেষে যে দল বেশি নম্বর পাবে সেই দল বিজয়ী ঘোষিত হবে এবং একটি মেগা পুরষ্কার পাবে।
‘দুরন্ত ফ্যামিলি’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির এবং সঞ্চালনা করেছেন রুনা খান। অনুষ্ঠানটির ৫২টি পর্বে অংশগ্রহণ করেছে ১০৪ টি পরিবার।
‘দুরন্ত ফ্যামিলি’ অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৮ এপ্রিল রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে।
অভিনয়শিল্পী সাজু খাদেমের সঞ্চালনায় স্কুলভিত্তিক কুইজ শো ‘সবজান্তা’ আসছে নতুন সিজনে। সারাদেশ থেকে বাছাই করা ৬৪টি স্কুল অংশ নিয়েছে ৬৫ পর্বের এই প্রতিযোগিতায়।
প্রতি পর্বে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির চারজন শিক্ষার্থীর দুটি দল নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা করবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান বিজয়ের লড়াই এবং গ্র্যান্ড ফিনালে নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
প্রশ্ন, ধাঁধা আর বুদ্ধির এই মজার লড়াইয়ে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান বিজয়ী দল পায় ১ বছরের শিক্ষাবৃত্তি। এছাড়া পুরস্কার হিসেবে সকল দলের সদস্যরা পায় দুরন্ত স্মারক, সার্টিফিকেট এবং বই।
‘সবজান্তা’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। নতুন সিজনে অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৮ এপ্রিল রবিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়।
ক্র্যাফটিং বিষয়ক অনুষ্ঠান ‘দি আর্ট রুম’ দেখা যাবে দুরন্ত টিভির ২৭তম সিজনে। হাতের কাছে পাওয়া যায় এমন জিনিস দিয়ে নিমিষেই দারুণ কিছু তৈরি করার অভিনব কৌশল শেখায় লালন। তার সাথে মাঝে মাঝে তার বন্ধু বিপিনও থাকে, যে কিনা আবার মজার মজার গান শোনায়।
দুরন্ত টিভিতে ‘দি আর্ট রুম’ প্রচারিত হবে আগামী ২৮ এপ্রিল রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১১টায় ও বিকাল ৫টায়।
অভিনয়শিল্পী লুবনা মারিয়ামের সঞ্চালনায় তৈরি হয়েছে নাচ শেখানোর অনুষ্ঠান ‘নাচের ইশকুল’। এটি এমন একটি স্কুল যেখানে এসে শিশুরা বাংলাদেশের গুণী নৃত্যশিল্পীদের সান্নিধ্যে থেকে বিভিন্ন ধরনের নাচ শিখবে, সেই সাথে দুরন্ত’র দর্শক শিশুরাও শিখে নেবে সুন্দর সুন্দর নাচ।
এই স্কুলে শিশুরা ৫দিনে শিখে নিবে একটি সম্পূর্ণ নাচ। ‘নাচের ইশকুল’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার।
অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৮ এপ্রিল রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৭টায় ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
ধারাবাহিক নাটক ‘কাবিল কোহকাফী’ প্রচারিত হবে ৩ মে থেকে প্রতি শুক্রবার ও শনিবার রাত ৯টায়। মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে দুরন্ত টিভিতে ২৬ পর্বের এই নাটকের চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন তাসমিয়াহ আফরিন মৌ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীম, রাহিল, মামুনুর রশীদ, শর্মিলী আহমেদ, মৌটুশি বিশ্বাস, আরফান আহমেদ, পরাণ জহীর, দিলরুবা হোসেন, তামিম মুক্তাদির, টুনটুনি সোবহান, ইকবাল হোসেন, বাবুল বোস, ইভান রিয়াজ, সঞ্জিব।