ভারতীয় বাংলা সিনেমায় প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের ‘বায়োপিক’ এর শুটিং শুরু হয়েছে বছরের শুরু থেকেই। এ সিনেমায় মৃণাল হয়েছেন চঞ্চল। সিনেমা ঘোষণার পর থেকেই ভক্তদের ‘চমকে’ দিতে মৃণাল ‘লুকে’ চঞ্চলের ছবি আসছে সোশ্যাল মিডিয়ায়। ফের ফেইসবুকে চঞ্চলের একগুচ্ছ ছবি দিয়ে শোরগোল তুলেছেন তার বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি।
Published : 16 Feb 2023, 03:49 PM