‘ওয়ান ইলেভেন’ সিনেমায় আফজাল হোসেন

চরিত্র বা গল্পের বিস্তারিত এখনই জানাতে রাজি নন এই অভিনেতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2023, 10:31 AM
Updated : 11 Jan 2023, 10:31 AM

নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা আফজাল হোসেন; সেই সিনেমার নাম 'ওয়ান ইলেভেন'। 

সিনেমাটিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেও এখনই চরিত্র বা গল্পের বিস্তারিত জানাতে রাজি নন এই অভিনেতা। 

গ্লিটজকে তিনি বলেন, “বেশ কিছুদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছি। তবে সিনেমার গল্প বা আমার চরিত্র নিয়ে এখনই আমার দিক থেকে কোনো মন্তব্য করা ঠিক হবে না। প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতার দিক থেকে হয়ত ধীরে ধীরে সবাইকে জানানো হবে।" 

'ওয়ান ইলেভেন' শুনলেই দেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ সময়ের কথা মনে আসে, এই সিনেমা কি সেই গল্প নিয়ে? এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া পোস্টও। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, "ধুরন্ধর রহস্য রোমাঞ্চকর ইতিহাসকে আতশ কাচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর। এ চলচ্চিত্র সে গল্পও বলে।" 

হুমায়ুন কবির বিশ্বাসের গল্প, মোজাফফর হোসেনের সংলাপ। আর চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন চলচ্চিত্রকার নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। চলচ্চিত্রটি পরিচালনা করবেন কামরুল ইসলাম রিফাত।