Published : 13 Dec 2023, 12:18 AM
কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আর অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর বিয়েকে ঘিরে আলোচনা-সমালোচনা-বিতর্ক কম হয়নি। খবর উড়েছিল, পরমব্রতের সঙ্গে সম্পর্কের জের ধরেই নাকি সংসার ভেঙেছিলেন পিয়া; এবার তা নিয়ে মুখ খুললেন পরমব্রত।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় লিখেছে, সম্প্রতি পিয়ার সংসার ভাঙার পেছনে নিজের দায় অস্বীকার করেছেন এ অভিনেতা।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই সমাজ আজো বিয়ে ভাঙলে কোনো মেয়েকেই আগে দোষ দেয়। শুধু তাই নয়, একটা সম্পর্ক ভাঙার পর অন্য কোনো সম্পর্কে গেলেও তা নিয়ে নানা চর্চা শুরু হয়। মানুষ মেনে নিতে পারে না এগুলো।
“শুধু তাই নয়, বিয়ে একটি সামাজিক স্বীকৃতি বলে মানুষের কষ্ট হয়, আর ভালোবাসার সম্পর্ক ভাঙলে কারো কোনো কষ্ট হয় না, এমনটা ভাবার যে কোনো কারণ নেই।”
পিয়া ২০২১ সালে গায়ক অনুপমের সঙ্গে সাংসারিক জীবনের ইতি টানেন। সে সময়ে তারা সোশাল মিডিয়ায় যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।
গুঞ্জন ছিল, পরমব্রতের সঙ্গে সম্পর্কের জের ধরেই নাকি অনুপমের সংসার থেকে বেরিয়ে আসেন পিয়া। যদিও সেই গুজব উড়িয়ে দিয়ে পরমব্রত তখন বলেছেন, তিনি ও পিয়া স্রেফ বন্ধু।
সাক্ষাৎকারে পরমব্রত স্পষ্ট করে বলেন, “আমরা দুজনে বরাবরই খুব ভালো বন্ধু। আমারো দীর্ঘ বছরের সম্পর্ক ভেঙেছে। তাই সম্পর্ক ভাঙার পর কিছুটা সময় নিয়েছিলাম দুজনেই। তবে যে যাই বলুক না কেন, কোনোভাবেই আমি পিয়ার বা পিয়া আমার সম্পর্ক ভাঙার জন্য দায়ী নই।”
গত ২৭ নভেম্বর কলকাতার যোধপুর পার্কের বাড়িতে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সারেন পরমব্রত ও পিয়া। কেবল দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। ওই রাতে ভবানীপুরে ছোট পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন ছিল। যেখানে অল্প কয়েকজন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়সের পর ভারতের সুন্দরবন এলাকায় ত্রাণ দিতে গিয়ে দুজনার কাছাকাছি আসা। যদিও একে অপরকে তারা চিনতেন আগে থেকে। এরপরে গত দুই বছরে পরমব্রত ও পিয়ার প্রেমের সম্পর্ক নানাভাবে স্পষ্ট হয়েছে।