মিমির ভাষ্য, মারাদাঙ্গা অথবা প্রেম-দুই ধরনের সিনেমাতেই তাকে কিছুটা ‘মারকুটে’ চরিত্রে দেখা যায়, যা তার জন্য ‘কাল’ হয়ে দাঁড়িয়েছে।
Published : 17 Apr 2024, 12:13 PM
নব্বই দশকের আগে আগে জন্ম নেওয়া কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর এমন কিছু বয়স হয়নি, কিন্তু কেন তিনি বিয়ে করছেন না, তা নিয়ে চিন্তার শেষ নেই অনেক অনুরাগীর। দুঃশ্চিন্তায় থাকা সেইসব ভক্ত-অনুরাগীকে মিমি জানালেন তার একা থাকার কারণ।
মিমির ভাষ্য, মারাদাঙ্গা অথবা প্রেম-দুই ধরনের সিনেমাতেই তাকে কিছুটা ‘মারকুটে’ চরিত্রে দেখা যায়; এ ধরনের চরিত্রই তার জন্য ‘কাল’ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন এই নায়িকা।
হিন্দুস্তান টাইমস বাংলাকে মিমি বলেন, “আমার শেষ সিনেমা থেকে শুরুর দিকে সবগুলোতেই প্রেম নিবেদন করার আগে নায়ককে মারতে গিয়েছি আমি। একের পর এক মারকুটে চরিত্রের জন্য লোকজন মনে করেন আমি ব্যক্তিগত জীবনেও তেমন।”
ব্যক্তি মিমি কেমন প্রশ্নে মিমি বলেন, “হ্যাঁ, একটু হয়তো ওরকম। আর এজন্য, এই তোমাদের জন্য...এসব বলে বলে আমি আজও সিঙ্গেল রয়ে গিয়েছি। তবে আমি রোমান্টিকও।”
‘রক্তবীজ’ সিনেমার পর বড় পর্দায় ফের ফিরছে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর জুটি। এবারে প্রেমের গল্প নিয়ে ধরা দেবেন তারা। সিনেমায় মিমি ও আবীর ছাড়াও রয়েছে স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্বী লাহা রায়সহ আরও অনেকে।
ট্রেইলারে দেখা গেছে, আবীর কলকাতায় কাজ করেন, থাকেন একাই। আর মিমিও একজন চাকরীজীবী এক তরুণী। দুজনেই তারা বাড়ি খুঁজছেন।
তাদের একজনের অফিস রাতে, আরেকজনের বিকেলে। এমন সময় বাড়ির দালাল তাদের দুজনকে একই বাড়ি দেখায়। যেহেতু তারা দুজন দুই সময়ে কাজ করেন তাই বাড়িটি ভাড়াও নেন তারা।
একই বাড়িতে থাকলেও তাদের দেখা হয় না। তবে ফোনে বা চিরকুটে কথা হয়, কাজও ভাগ করে নেন দুজনে। তারা দুজনেই আবার প্রেমও করেন। আবীরের প্রেমিকা স্বস্তিকা দত্ত। আর মিমির জীবনে আছেন কিঞ্জল নন্দা। কিন্তু এই সম্পর্কে তারা। তাহলে মিমি ও আবীর তাদের জীবন নিয়ে নতুন সিদ্ধান্ত নেবেন কী না, তা জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমা মু্ক্তি পর্যন্ত।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ‘আলাপ’ পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকি। আগামী ২৬ এপ্রিল বড় পর্দায় আসছে আলাপ।