ব্রহ্মাস্ত্র: রণবীর-আলিয়া রসায়ন দেখতে হলে ভিড়

মহামারীর পর বলিউডে সবচেয়ে বড় ওপেনার হিসাবে ব্রহ্মাস্ত্রকে দেখছে চলচ্চিত্র মহল।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2022, 04:04 PM
Updated : 9 Sept 2022, 04:04 PM

ব্রহ্মাস্ত্র মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়। পর্দায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের রসায়ন দেখতে ফাঁকা যাচ্ছে না আসন।

আনন্দবাজার বলেছে, প্রথম দিনে বক্স অফিসের সংগ্রহে আসবে ২৫ কোটি টাকা।

ব্রহ্মাস্ত্রের অগ্রীম টিকিট ক্রয়েও মিলেছিল ব্যাপক সাড়া। ৯ সেপ্টেম্বর সিনেমা মুক্তির দিন সকালে প্রেক্ষাগৃহের ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ আসনই দর্শকপূর্ণ ছিল।

বলিউডের হিন্দি চলচ্চিত্র বাণিজ্যে একের পর এক খরা নিয়ে চিন্তিত চলচ্চিত্র বিষারদ এবং নির্মাতারা এখন ব্রহ্মাস্ত্রকে দেখছেন এক পশলা বৃষ্টির মত ।

অনেকেই বলছেন, তবে কি বলিউডের ভাগ্যের চাকা আবার ঘুরতে চলেছে?

মহামারীর পর বলিউডে সবচেয়ে বড় ওপেনার হিসাবে ব্রহ্মাস্ত্রকে দেখছে চলচ্চিত্র মহল।

ব্রহ্মাস্ত্র নিয়ে আশাবাদী বাণিজ্য বিশ্লেষক কোমল নাহাটা টাইম অফ ইন্ডিয়াকে বলেন, "বিশাল আয়োজন করে ব্রহ্মাস্ত্রের উদ্বোধন বলিউডে বয়কট বাধাকে গুঁড়িয়ে দিতে পারে।

”ব্রিগেডের কারণে নয় বরং দুর্বল বিষয়বস্তুর কারণে (আগের) চলচ্চিত্রগুলো ব্যর্থ হয়েছে। লকডাউনের পরে ব্রহ্মাস্ত্রের এমন বিশাল উদ্বোধন সবচেয়ে বড় স্বস্তি হওয়া উচিৎ।"

প্রদর্শক এবং পরিবেশক রাজ বনসালও একই কথাই বলছেন।

তিনি বলেন, “...যারা বক্স অফিস নিয়ন্ত্রণ করার কৃতিত্ব নিচ্ছে তারা কেবলমাত্র মৌসুমী ইঁদুর, এক আঘাতের পর তারা অদৃশ্য হয়ে যাবে।"

২০১৪ সালে পরিচালক অয়ন মুখার্জি ব্রহ্মাস্ত্র সিনেমার ঘোষণা দিলেও শুটিং শুরু হয় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে।

ব্রহ্মাস্ত্রকে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল হিন্দি সিনেমা বলা হচ্ছে। করণ জোহর প্রযোজিত ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবার বাজেট প্রচারণা ছাড়াই ৪১০ কোটি রুপি।

পুরাণ আর ফ্যান্টাসির মিশেলে নির্মিত এই সিনেমা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের পাঁচ বছরেরও বেশি সময়ের ফল।

বাস্তবের জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরের এটাই একসঙ্গে প্রথম সিনেমা।

স্বামী রণবীর কাপুরের সঙ্গে অনাগত সন্তানকে নিয়েই নিয়মিত সিনেমার প্রচার চালিয়ে গেছেন আলিয়া ভাট।