এবারের ঈদ এবং নববর্ষ উৎসব উপলক্ষে নতুন এই অ্যালবামটি প্রকাশ করছে গানশালা ও ইকেএনসি (এক নির্ঝর কোলাবরেশনস)।
Published : 09 Apr 2024, 09:54 AM
ঈদ আর বাংলা নতুন বছরকে সামনে রেখে প্রকাশিত হচ্ছে গানের নতুন অ্যালবাম ‘তাল বেতালের শহরে’।
আগামী বৃহস্পতিবার থেকে গানগুলো গানশালার ইউটিউব চ্যানেলে দেখা ও শোনা যাবে।
স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে অ্যালবামের পাঁচটি গানের সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। শহরের নানা অভিজ্ঞতায় জীবন কাটানো মুহূর্তের বলা না বলা কথা আর সুরে সাজানো এই অ্যালবাম।
প্রতিটি সৃজনশীল উদ্যোগ মানবিক হোক- এই বিশ্বাস থেকে তরুণ প্রজন্মের শিল্পী ও সংশ্লিষ্টদের নিয়ে এবারের ঈদ এবং নববর্ষ উৎসব উপলক্ষে নতুন এই অ্যালবামটি প্রকাশ করছে গানশালা ও ইকেএনসি (এক নির্ঝর কোলাবরেশনস)।
ইকেএনসি জানায়, ‘তাল বেতালের শহরে’ অ্যালবামটি প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে উৎসব উদযাপনে মেধা বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার পারস্পরিক ঐক্যচর্চার মাধ্যমে সমকালীন মৌলিক বাংলা গান নির্মাণ।
স্থপতি হিসেবে নিজের পেশার বাইরে নিয়মিতই চলচ্চিত্র নির্মাণ ও গান তৈরি করছেন এনামুল করিম নির্ঝর। তারই ধারাবাহিকতায় নিয়মিত প্রকাশ করছেন গান, মুক্তির অপেক্ষায় আছে নয়টি চলচ্চিত্র।
‘তাল বেতালের শহরে’ অ্যালবামটি প্রকাশ উপলক্ষে নির্ঝর বলেন, “সামাজিক দায়িত্ব হিসেবে আমার মূল পেশার বাইরে সহপেশা হিসেবে যা কিছু করি সেগুলোকে বিনিয়োগ করে আগামী প্রজন্মের জন্য আত্মবিশ্বাসী প্রতিষ্ঠান গড়ার চেষ্টায় আছি।”
‘তাল বেতালের শহরে’ অ্যালবামে গানগুলো গেয়েছেন শানিলা, নাসা, সাগর দেওয়ান, মনিফা ও মুন। একদল তরুণ চলচ্চিত্রকর্মী যুক্ত হয়ে নির্মাণ করেছেন মিউজিক ভিডিও।