বাফটার মঞ্চে 'দ্য জোন অব ইন্টারেস্ট' সিনেমার জন্য নির্মাতা জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন দীপিকা।
Published : 19 Feb 2024, 04:10 PM
গেল বছর অস্কারের পর এবার 'বাফটা'র মঞ্চে দেখা গেল বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।
লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে 'দ্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের' আসর বসে রোববার।
ওই আসরে দীপিকা বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের নাম ঘোষণা করেন। এই শাখায় 'দ্য জোন অব ইন্টারেস্ট' সিনেমার জন্য নির্মাতা জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন দীপিকা।
বাফটার মঞ্চে দীপিকাকে পাওয়া যায় সোনালি শাড়িতে, যার নকশা করেছেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়।
বাফটার এবারের আসরে সেরা নির্মাতা, সেরা অভিনেতা এবং সেরা পার্শ্ব অভিনেতাসহ সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতেছে ওপেনহাইমার। দ্বিতীয় অবস্থানে আছে ইয়োর্গস লান্থিমোসের 'পুওর থিংস'।
এছাড়া 'দ্য জোন অব ইন্টারেস্ট' বাফটার তিন শাখায় এবং 'দ্য হোল্ডওভার্স' দুই শাখায় পুরস্কার পেয়েছে।
হলিউডে গত বছরের সবচেয়ে সফল সিনেমা 'বার্বি' বাফটায় পাঁচটি বিভাগে মনোনয়ন পেলেও কোনো পুরস্কার জেতেনি।