অপু বলেন, "আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস"
Published : 12 Jan 2024, 10:29 AM
ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস চেয়েছিলেন অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি তার আরেকটি পরিচয় তৈরি হোক। সেই ইচ্ছা থেকেই ব্যবসায়ী খাতায় নাম লেখালেন তিনি।
গেল বছর সিনেমা প্রযোজনা করে অপু হয়েছিলেন প্রযোজক। এবারে বিউটি পার্লার ও রেস্তোরাঁ খুলেছেন তিনি।
ব্যবসা শুরুর এই খবর অপু নিজেই দিয়েছেন তার ফেইসবুকে।
অপু লিখেছেন, “মানুষের কাছে আমি একজন নায়িকা, দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী। আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক। এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। এবার শুরু করলাম নতুন ব্যবসায়। আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস।”
গত ৮ জানুয়ারি ঢাকার আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পার্লার এন্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে এন্ড রেস্টুরেন্ট’ নামের দুটি প্রতিষ্ঠান চালু করেছেন অপু।
২০০৫ সালে ঢাকাই চলচ্চিত্রে পা রাখা অপু প্রায় একশ সিনেমায় কাজ করেছেন, যার অধিকাংশ তার সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে।