‘দিস টাইম ফর আফ্রিকা’ শাকিরার গান যেন সত্যি করল মরক্কো ফুটবল দল।
Published : 11 Dec 2022, 10:01 PM
ফুটবলার জেরার্দে পিকের সঙ্গে সম্পর্কোচ্ছেদ হয়েছে, তবে ফুটবলের সঙ্গে সম্পর্ক অটুট শাকিরার। এবারের বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠা উদযাপন কলম্বিয়ান এই গায়িকা করেছেন এক টুইটে, যেখানে আরেক বিশ্বকাপে তার গাওয়া গানের স্মৃতি ফিরিয়ে এনেছে।
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং গেয়েছিলেন শাকিরা; সেই ‘ওয়াকা ওয়াকা’ গানটি ব্যাপক সাড়া ফেলেছিল। আফ্রিকার প্রথম বিশ্বকাপ আয়োজন নিয়ে সেই গানেরই একটি লাইন ছিল- ‘দিস টাইম ফর আফ্রিকা’।
এক যুগ পর এবারের বিশ্বকাপ এশিয়ায় হলেও মরক্কো তৈরি করেছে ইতিহাস; এই প্রথম আফ্রিকার কোনো দেশ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠল।
আর শনিবার সেই খেলা শেষের পরই শাকিরা টুইট করলেন- ‘দিস টাইম ফর আফ্রিকা’।
This time for Africa!! ???????????? #WorldCup
— Shakira (@shakira) December 10, 2022
তার এই টুইট সোশাল মিডিয়ায় খুব দ্রুতই ছড়িয়ে পড়ে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানেও গেয়েছিলেন শাকিরা।
‘ওয়াকা ওয়াকা’র ভিডিও শুটিংয়ের সময়েই স্পেনের পুটবলার পিকের সঙ্গে পরিচয় হয় শাকিরার। তারপর প্রেম, একসঙ্গে থাকা। দুই বছর পর আসে তাদের প্রথম সন্তান। তার দুই বছর পর আরেক সন্তান আসে তাদের ঘরে।
এই বছরের মাঝামাঝিতে ১১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন এই তারকাজুটি।