Published : 10 Jul 2023, 12:05 PM
বলিউডি অভিনেতা ঋষি কাপুরের মৃত্যু পর সিনেমায় ফিরে তার স্ত্রী নীতু কাপুর কেবল অভিনয়কেই জীবনে ফিরে পাননি, ছেলে রণবীর কাপুরের সঙ্গেও কাজ নিয়ে তৈরি হয়েছে সম্পর্কের ‘নতুন অধ্যায়’।
নীতু জানিয়েছেন, ছেলের সঙ্গে তার আড্ডা আর আলোচনায় এখন বড় অংশজুড়ে থাকে সিনেমা আর অভিনয় নিয়ে কথা।
আর তাতে করে মা-ছেলে আরও কাছাকাছি এসেছেন বলেও নীতুর উপলব্ধি।
আনন্দবাজার জানিয়েছে, কাপুর পরিবারের পুত্রবধূ হওয়ার আগে তিনি ছিলেন নীতু সিং। ষাটের দশকের মাঝামাঝি থেকে সিনেমায় কাজ করা এক অভিনেত্রী নীতু। ১৯৬৬ সাল থেকে ১৯৮৩ পর্যন্ত তিনি কাজ করেছেন ছোট-বড় নানা ধরনের চরিত্রে। অনেক সিনেমায় হয়েছেন নায়িকাও।
এরপর ১৯৮০ সালে বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের ছেলে ঋষি কাপুরকে বিয়ে করেন নীতু। বিয়ের পর ১৯৮৩ সালে একটি সিনেমা করে ২৭ বছরের জন্য তিনি বিরতি নেন সিনেমা জগত থেকে। এরপর ২০১০ থেকে পরের তিন বছর দর্শকরা ফের নীতু কাপুরকে সিনেমায় পেলেও ২০১৩ সালের পর আবার ডুব দেন তিনি।
২০২০ সালে ঋষির মৃত্যুর পর ২০২২ সালে ‘যুগ যুগ জিও’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরেন নীতু। আগামীতে আরও কয়েকটি সিনেমায় দেখা যেতে পারে তাকে।
এক সিনে পোর্টালকে নীতু বলেছেন, এই যে একটু একটু করে কাজে ফিরছেন তিনি, সেই কাজের সূত্র ধরে রণবীরের সঙ্গে ‘মজার’ এবং ‘নতুন’ একটি সম্পর্ক তৈরি হয়েছে তার।
নীতু বলেছেন, রণবীর যখন তার সিনেমা ক্যারিয়ার শুরু করেছিলেন, তারও বহু আগে তিনি ওই জগত থেকে সরে আসেন। তাই ওই সময় মা-ছেলের কথা-গল্পের মধ্যে সিনেমা থাকলেও বরং বাইরের ব্যাপারগুলো বেশি জায়গা নিত।
কিন্তু ‘যুগ যুগ জিও’ করার আগে বদলে যায় তাদের কথার ধরন।
“আগে আমরা সিনেমা নিয়ে কথা বলতাম, বাইরের লোকজন নিয়ে কথা বলতাম। তবে অভিনয়ে ফেরার পর চিত্রনাট্য বাছাই করা থেকে ওর অভিনয়, আমার কাজ-সব কিছু নিয়ে আলোচনা হয়। আমার মনে হয়, আমাদের সম্পর্ক আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। আমরা আরও কাছাকাছি এসেছি।’’
এদিকে শনিবার নীতুর ৬৫তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে ইতালিতে। মাকে চমকে দিতে তাকে না জানিয়ে মুম্বাই থেকে ইতালিতে সোজা জন্মদিনের পার্টিতে গিয়ে পৌছান রণবীর।
দেশের পাপারাজ্জিদের কাছে তার অনুরোধ ছিল, বিমানবন্দরে কেউ যেন তার ছবি তুলে প্রকাশ না করেন। পাছে মা জেনে যাবেন যে ছেলে আসছে।