ভারতের ম্যাচ জয়ের আশায় কুসংস্কারের বশবর্তী হয়ে অনেকেই খেলা না দেখার পণ করেছিলেন; সেই তালিকায় নাম ছিল অমিতাভ বচ্চনেরও।
Published : 21 Nov 2023, 07:55 AM
পুরো ভারতের মত বলিউড তারকারাও ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ের প্রত্যাশায় বুক বেঁধে ছিলেন। সে আশায় জল ঢেলে বিশ্বসেরার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। হতাশার এই আবহেও ভারতীয় ক্রিকেট দলকে প্রেরণা জুগিয়েছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।
আনন্দবাজার বলেছে, ভারতের ম্যাচ জয়ের আশায় কুসংস্কারের বশবর্তী হয়ে অনেকেই খেলা না দেখার পণ করেছিলেন; সেই তালিকায় নাম ছিল অমিতাভ বচ্চনেরও।
সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর সোশ্যাল মিডিয়ায় বিগ বি ঘোষণা দেন, তিনি খেলা না দেখলেই ম্যাচ জিতে যায় ভারত। আর তাই পোস্টের নিচে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ শাহেনশাহের কাছে অনুরোধ রাখেন, কোনোমতেই যেন বিশ্বকাপ ফাইনাল খেলা না দেখেন তিনি।
ভারতের পরাজয়ের পর সোমবার দলকে বাহবা জানিয়ে এক্স হ্যান্ডেলে অমিতাভ লেখেন, “গত রাতের পরিণতি কোনোভাবেই ভারতীয় দলের প্রতিভা বা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না। আমি টিম ইন্ডিয়াকে নিয়ে ভীষণ গর্বিত। আমার বিশ্বাস, সুদিন নিশ্চয় আসবে।’’
T 4836 - Team India .. last night’s result is not, in anyway, a reflection of your talent , capability and standing .. proud of you .. better things will happen .. keep at it .. ????????????????????????
— Amitabh Bachchan (@SrBachchan) November 20, 2023
এদিকে ভারতীয় ক্রিকেট দলের ‘অনবদ্য’ খেলার প্রশংসা করেছেন শাহরুখ।
ফাইনালের পর এক্স হ্যান্ডেলে ‘বাদশা’ লেখেন, “যেভাবে টিম ইন্ডিয়া গোটা টুর্নামেন্টে খেলেছে, তা নিয়ে আমাদের সবার গর্ব হওয়া উচিত। দিনের শেষে ক্রিকেট একটা খেলা, আর সব খেলাতেই হার-জিত থাকে, ভালো দিনের পাশাপাশি খারাপ দিনও থাকে।
The way the Indian team has played this whole tournament is a matter of honour and they showed great spirit and tenacity. It’s a sport and there are always a bad day or two. Unfortunately it happened today….but thank u Team India for making us so proud of our sporting legacy in…
— Shah Rukh Khan (@iamsrk) November 19, 2023
“দুর্ভাগ্যবশত সেই খারাপ দিনটা ফাইনালের দিনই পড়েছিল। তবে আমি ভারতীয় দলকে ধন্যবাদ জানাতে চাই এমন অনবদ্য একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য। আমাদের দলের খেলোয়াড়রা এতদিন ধরে দেশবাসীকে উৎসাহিত করেছেন, আনন্দ দিয়েছেন। আমরা সবাই গর্বিত।’’
২০০৩ সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া; সেবারও বিশ্বকাপ ভারতের হাত ফসকে গিয়েছিল।
তার দুই দশক পর রোহিত শর্মার নেতৃত্বে রোববার আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে নেমেছিল ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কাছে এবারও পরাজিত হল ভারত।