বড় বাজেটের সিনেমাটির গল্প পছন্দ হয়েছে অভিনেতার।
Published : 19 Dec 2023, 10:24 AM
বছরখানেক ধরে কলকাতার বাংলা সিনেমায় ফের আগ্রহী হয়েছেন ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাস্যরসের সিনেমা ‘প্রজাপতি’, রবি ঠাকুরের গল্পে তৈরি ‘কাবুলিওয়ালা’র পর ডিসকো ডান্সারকে আগামীতে পাওয়া যাবে পুরোদস্তুর অ্যাকশনে।
সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তী, প্রযোজনার দায়িত্বে থাকছে এসভিএফ।
আনন্দবাজার লিখেছে, বড় বাজেটের সিনেমাটির গল্প পছন্দ হয়েছে অভিনেতার। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ।
আসছে বড়দিনে মুক্তি পাবে মিঠুন অভিনীত ‘কাবুলিওয়ালা’। পরিচালক তপন সিংহ ‘কাবুলিওয়ালা’ বানিয়েছিলেন ১৯৫৬ সালে। এরপরে হিন্দিতেও দুবার রাবীন্দ্রনাথের কালজয়ী গল্পটি পর্দায় এসেছে সিনেমা আকারে। এবার মিঠুনকে কাবুলিওয়ালা ‘রহমত আলী’ বানিয়ে নতুন সিনেমা নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সুমন ঘোষ।
ছোট্ট মেয়ে মিনি আর কাবুলিওয়া রহমত আলীর বন্ধুত্ব এই গল্পের মূল বিষয়। ‘কাবুলিওয়ালা’ প্রযোজনা করছে ‘এসভিএফ’।
৭৩ বছর বয়সী মিঠুনের অভিনয় ক্যারিয়ার শুরু চলচ্চিত্রকার মৃণাল সেনের হাত ধরে। মৃণালের পরিচালনায় ‘মৃগয়া’ মিঠুনের প্রথম সিনেমা। অভিষেকেই পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপরের যাত্রা বলিউড।
ক্যারিয়ারে চারশর বেশি সিনেমা করা মিঠুন অভিনয় করেছেন হিন্দি, পাঞ্জাবি, ওড়িয়া, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায়।
এই অভিনেতার ভাষ্য. এখন তিনি ভিন্নধর্মী গল্পে কাজ করতে চান। বিশেষ করে হাস্যরসের চিত্রনাট্যকে ইদানিং গুরুত্ব দিচ্ছেন তিনি।