মুক্তি পেয়েছে বলিউডি সিনেমা ‘দো অউর দো পেয়ার’ সিনেমার টিজার। সিনেমার ঝলক বলছে রোমাঞ্চে ভরপুর গল্পে রোমান্টিক চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী বিদ্যা বালানকে। টিজার মুক্তির পর সোশাল মিডিয়ায় বিদ্যার প্রশংসা এসেছে। গেল বছর মুক্তি পাওয়া বিদ্যার ‘নিয়ত’ বক্স অফিসে ব্যর্থ হলেও এই নায়িকার অনুরাগীরা আশা করছেন এবার আর হতাশ করবেন না তিনি। শীর্ষ গুহঠাকুরতা পরিচালিত এই সিনেমায় বিদ্যা ছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে আছেন ইলিয়েনা ডি’ক্রুজ, প্রতীক গান্ধী, সেন্থিল রামমূর্তি। ‘দো অউর দো পেয়ার’ বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১৯ এপ্রিল।
Published : 23 Mar 2024, 05:09 PM