তার বিপরীতে অভিনয় করবেন রাশমিকা মানদানা।
Published : 26 Jan 2024, 03:58 PM
শেষ হয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রাণবীর কাপুর অভিনীত 'অ্যানিমাল' সিনেমার শুটিং। খুব শিগগিরই রূপালি পর্দায় অভিনেতার জাদু দেখতে পাবেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় এরই মাঝে রাণবীরের একটি নতুন লুক প্রকাশিত হয়েছে।
সোমবার টি-সিরিজ ফিল্মস ইনস্টাগ্রামে রাণবীরের 'অ্যানিমাল’ লুক প্রকাশ্যে আনা হয়েছে। সেই সঙ্গে জানানো আগামী ২৮ সেপ্টেম্বর রাণবীরের জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে টিজার। নতুন পোস্টারে রাণবীরকে দেখা গেছে এক অন্য লুকে। মুখ ভর্তি দাঁড়ি, ঠোঁটে জ্বলন্ত সিগারেট- রীতিমতো ‘রাফ অ্যান্ড টাফ’ রাণবীর।
জুন মাসে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিমাল' এর প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সরগরম হয়েছিল নেটপাড়া।
'অ্যানিমাল' এ রাণবীরের বিপরীতে অভিনয় করবেন রাশমিকা মানদানা। এছাড়াও থাকছেন অনিল কাপুর এবং ববি দেওল। রাণবীরের বাবার ভূমিকায় অভিনয় করবেন অনিল কাপুর। খলনায়কের চরিত্রে থাকছেন ববি দেওল।
পহেলা ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে 'অ্যানিমাল'।
সংবাদ সূত্র: পিংকভিলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)