সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবিতে মুনমুন সেনের সঙ্গে আছেন ইমরান খান।
Published : 26 May 2023, 01:22 PM
পাকিস্তানের রাজনীতিতে ‘বেকায়দায়’ থাকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানকে নতুন করে আলোচনায় এনেছে একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবিতে ভারতীয় অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গে আছেন ইমরান খান।
‘পারিবারিক’ ওই ছবিতে আরও আছেন মুনমুনের দুই মেয়ে অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেন, তারা দুজনই তখন শিশু। ফেইসবুকে ছবিটি পোস্ট করেছেন রাইমা।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এক সময়ে ভারতীয় সিনেমার একাধিক দাপুটে অভিনেত্রীর নাম শোনা গেছে ইমরানকে জড়িয়ে। তাদের মধ্যে বলিউডের কিংবদন্তী নায়িকা রেখা থেকে শুরু করে ছিলেন জিনাত আমান।
একসময়ে জোরেশোরে শোনা গেছে সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেনের নামও। বলিউড এই দুজনকে নিয়ে এক সময় ‘মেতে’ উঠলেও সেই সম্পর্কের কথাও ইমরান বা মুনমুনের কেউই কখনও স্বীকার করেননি।
মুনমুনের বরাবরের ভাষ্য ছিল, ইমরান কেবল তার ‘বন্ধু’। আর সেই বন্ধুত্বের গল্প ছিল খবরের ‘খোরাক’।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিনের পর পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই –ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে নিয়ে এই ছবিটি রাইমা তার ফেইসবুকের ওয়ালে পোস্ট করেছেন কোনো ক্যাপশন ছাড়াই।
সাদাকালো ছবিতে মুনমুন ও ইমরানের মাঝে বসেছেন ছোট্ট রাইমা। আর ইমরানের কোলে দেখা যাচ্ছে রিয়াকে।
ইতিবাচক মন্তব্যের জোয়ারে ভেসেছে এই ছবিটি । একজন লিখেছেন 'ভীষণ সুন্দর ছবি।'
আরেকজনের মন্তব্য, ‘উনি ইমরান খান না?’
‘সম্রাট ও সুন্দরী’ বলে ভালোবাসার ইমোজি দিয়েছেন একজন।
বিদ্রুপও যে নেই তা নয়।
সমালোচনা করে একজনের মন্তব্য, “মায়ের ক্রাশের সাথে দুই কন্যা”।
২০১৯ সালে ইমরানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে, মুনমুন বলেছিলেন, তাদের দুজনের নিয়মিত যোগাযোগ না থাকলেও প্রয়োজনে কথাবার্তা চলে।
গত বছরে ইমরানের ওপর হামলার পর ওই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছিলেন রাইমা ও রিয়া দুই বোনই।