অতীতের আরও দু’টি অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগও তদন্ত করছে পুলিশ।
Published : 17 Jan 2024, 05:48 PM
দিন কয়েক আগেই চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের আদিত্যরাম প্যালেস সিটিতে আয়োজিত এআর রহমানের কনসার্টে বিশৃঙ্খলার খবর মিলেছিল।
শুক্রবার কনসার্টের আয়োজক এসিটিসি ইভেন্টের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ১৮৮ ধারায় অভিযোগ দায়ের করেছে চেন্নাই পুলিশ। মূলত আসনের থেকে বেশি টিকিট বিক্রি করায় এই অভিযোগ আনা হয়েছে।
কেবল এবারের কনসার্টের ভিত্তিতেই নয়, অতীতের আরও দু’টি অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগেরও তদন্ত শুরু করেছে পুলিশ।
চেন্নাই পুলিশের দাবি, রহমানের অনুষ্ঠানে যত শ্রোতার জায়গা হওয়ার কথা, তার থেকে প্রায় ১৫ হাজার বেশি শ্রোতা উপস্থিত হয়েছিলেন। ২৫ হাজার শ্রোতার জন্য চেয়ারের ব্যবস্থা ছিল। অথচ কনসার্টে ছিলেন ৩৫-৪০ হাজার মানুষ।
১০ সেপ্টেম্বর কনসার্টে অতিরিক্ত ভিড়ের কারণে দর্শক-শ্রোতাদেরদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। বহু শ্রোতার পদপিষ্ট হওয়ারও খবর মেলে। এমনকি অনেক নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলেও জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলতে থাকে অভিযোগ-পাল্টা অভিযোগ। এমনকি এআর রহমানকেও তুলোধুনা করতে ছাড়েননি নেটিজেনরা।
সপ্তাহ খানেক আগে একটি বিবৃতিতে অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানায়, কনসার্টে বিশৃঙ্খলার দায় সম্পূর্ণ তাদের।
আয়োজকদের দাবি, টিকিট জালিয়াতির কারণেই এ সমস্যা হয়েছে। সে কারণেই টিকিট থাকা সত্ত্বেও অনুষ্ঠানে ঢুকতে পারেননি বহু শ্রোতা। তবে তাদের টিকিটের দাম ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ।
সংবাদ সূত্র: আনন্দবাজার
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)