“সিনেমাটি দেখে মনে হয়েছিল, আদালত তাদের কাজ করছে না। জনতার দাবি মেনে কেবল পুলিশ কাজে নেমে পড়েছেন,” বলেন বিচারক।
Published : 18 Jan 2024, 11:46 AM
বলিউড নির্মাতা পরিচালক রোহিত শেঠির হাত ধরে উঠে আসা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সিংহাম’; যার কেন্দ্রীয় চরিত্রে থাকেন একজন পুলিশ কর্মকর্তা, যার মূল লক্ষ্য হল হল যে কোনো অপরাধীকে হাতেনাতে ধরে শাস্তি দেওয়া। অপরাধ দমনে সিনেমায় পুলিশ কর্মকর্তার সেই কায়দা-কানুনের সমালোচনা এসেছে ভারতের মুম্বাই হাই কোর্টের বিচারপতি গৌতম প্যাটেলের কাছ থেকে।
মুম্বাইয়ে ভারতীয় পুলিশ ফাউন্ডেশনের বার্ষিক দিবস এবং পুলিশ সংস্কার দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে আইনি প্রক্রিয়া নিয়ে এ ধরনের ‘অধৈর্য' আচরণ তুলে ধরার জন্য ‘সিংহাম'র সমালোচনা করেন।
প্যাটেল বলেন, “সিংহাম'র মত ব্লকবাস্টার চলচ্চিত্রে যথাযথ প্রক্রিয়া তুলে না ধরে একজন পুলিশ কর্মকর্তাকে ‘হিরো' রূপে কে তুলে ধরা হয়েছে, যিনি অপরাধীকে দ্রুত বিচারের মুখোমুখি করেন। এ ধরনের সিনেমাটিক কাজকর্ম আসলে সমাজকে ক্ষতিকারক বার্তা পাঠায়।"
তার ভাষ্য, “সিনেমাটি দেখে মনে হয়েছিল, আদালত তাদের কাজ করছে না। জনতার দাবি মেনে কেবল পুলিশ কাজে নেমে পড়েছেন।”
তিনি আরও বলেন, “ওই সিনেমায় পুলিশ বিচারকের বিরুদ্ধে নীরব প্রতিবাদে নেমে পড়েন বলে আমার মনে হয়েছে। এই বাহিনী আদালতের বিরুদ্ধে অপরাধীদের দায়মুক্ত করার অভিযোগ তোলে। আর পুলিশ নায়ক হয়ে বিচারের ভার হাতে তুলে নেয়।"
‘সিংহামে' পুলিশকেই একমাত্র ন্যায়বিচারের পক্ষে ‘ধারক ও বাহক' হিসেবে তুলে ধরা হয়েছে মন্তব্য করে বিচারক প্যাটেল বলেন, “একজন বিচারক হিসেবে আমি মনে করি এই বার্তাটি বিপজ্জনক। আমার প্রশ্ন কেন এই অধৈর্যতা? বিচারকাজ এমন একটি প্রক্রিয়া, যার মধ্য দিয়ে এগিয়ে আমরা নির্দোষ বা অপরাধী খুঁজে বের করি। এই প্রক্রিয়াগুলি ধীর হয়। কারণ তাড়াহুড়ো করা হলে একজন মানুষের জীবনই বাজেয়াপ্ত হতে পারে।।"
তিনি বলেন, “যদি বিচারকাজ অতি দ্রুত করা হয়, তবে আইনের শাসন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণেই ধর্ষণের মামলায় অভিযুক্তকে যদি এনকাউন্টারে হত্যা করা হয়, তখন মানুষের মনে বিচারকাজ নিয়ে প্রশ্ন ওঠে।"
২০১১ আসলে ‘সিংহাম' সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নির্মাতা রোহিত শেঠি। ‘সিংহাম' সিনেমা সাফল্যের পর তাকে কেউ কেউ ‘কিং অব অ্যাকশন’ উপাধিও দিয়েছেন। এই সিনেমার সিক্যুয়েল হল ‘সিংহাম রিটার্নস', সেটিও ব্যবসা সফল একটি সিনেমা, যা মুক্তি পেয়েছিল ৯ বছর আগে।
এবার আসছে এই ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহাম এগেইন'। গত সপ্তাহেই এই সিনেমার মহরত হয়েছে। এই এ সিনেমায় অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং ও তার স্ত্রী নায়িকা দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে পাওয়া যাবে।
সোশ্যাল মিডিয়ায় সেই মহরতের ছবি শেয়ার করে শেঠি বলেছেন, “সিংহাম, সিংহাম রিটার্নস, সিম্বা, সূর্যবংশী, ১২ বছর আগে আমরা যখন সিংহাম তৈরি করি, তখন আমরা কখনোই ভাবিনি যে এটা একটি কপ ইউনিভার্সে পরিণত হবে!
“এখন আমাদের কপ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা সিংহাম এগেইন শুরু করছি। এটায় আমরা জীবন লড়িয়ে কাজ করতে প্রস্তুত। শুধু আপনাদের ভালোবাসা আর প্রার্থনা প্রয়োজন।”
শেঠি তিনটি সিনেমায় পুলিশ অফিসারকে মূল চরিত্রে এনেছেন। ‘সিংহাম' এ আছেন অজয় দেবগণ। ‘সিম্বা' সিনেমা দিয়ে ফের এই ধারায় আত্মপ্রকাশ করেন তিনি, সেখানে পুলিশ অফিসার হয়েছেন রণবীর সিং। ‘সিম্বা' ও ‘সিংহাম'র পর শেঠি হাত দেন ‘সূর্যবংশী’ চলচ্চিত্রে। সেখানেও কেন্দ্রীয় চরিত্রে একজন পুলিশ কর্মকর্তা। তাতে অভিনয় করেন অক্ষয় কুমার।
এবার শেঠি নতুন এক পুলিশি রাজ্য গড়তে চলছেন। এবং তার তিন দুর্ধর্ষ পুলিশ অফিসার অজয়, রণবীর ও অক্ষয়কে নিয়ে আসছেন 'সিংহাম এগেইন' নামের সেই রাজ্যে। সংবাদসূত্র: এনডিটিভি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)