চলতি বছরের শেষ দিকে শুরু হবে তার সফর। পাঁচ বছরের মধ্যে এটাই হবে তার প্রথম ট্যুর।
Published : 13 Apr 2024, 09:50 PM
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভালের প্রথম দিনের চমক ছিলেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। আর সেখানেই এসেছে কলম্বিয়ান এই সংগীতশিল্পীর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা।
শুক্রবার সন্ধ্যায় উৎসবের প্রথম দিনের আসরে লাল-কমলা পোশাকে মঞ্চে আসেন শাকিরা। আধা ঘণ্টার পরিবেশনায় কয়েকটি হিট গান শোনানোর পর তার ওই ঘোষণা আসে।
শাকিরা জানান, চলতি বছরের শেষ দিকে শুরু হবে তার সফর। মূল উদ্দেশ্য নতুন অ্যালবাম ‘লাস মুহেরেস ইয়া নো ইয়োরান’ (নারীরা এখন আর কাঁদে না) এর প্রচার। পাঁচ বছরের মধ্যে এটাই হবে তার প্রথম ট্যুর।
সারা বিশ্বের মানুষ এই সংগীত উৎসবের জন্য অপেক্ষা করে। আগে থেকেই ঘোষণা ছিল, প্রথম স্পপ্তাহে এবার পারফর্ম করবেন পেসো পুলমা, লিল উজি ভার্ট, টিনাশে, সাব্রিনা কার্পেন্টার, ইয়ং মিকো, ফ্লোর বেঙ্গুইগুই সহ আরও অনেকে। আর ঘোষণা ছিল, কনসার্টের প্রথম সপ্তাহেই একটি চমক থাকবে, যা শ্রোতাদের আনন্দ দ্বিগুণ করে তুলবে।
পেসো পুলমার গান দিয়েই শুরু হয় কনসার্ট, তারপর পারফর্ম করেন লিল উজি ভার্ট। তারপর কিছুক্ষণের জন্য কোচেলাকে স্তব্ধ করে দেয় শাকিরার হঠাৎ উপস্থিতি।
শাকিরা যখন মঞ্চে উঠছিলেন, তখন পর্দায় স্প্যানিশ ভাষায় লেখা দেখা যায় ‘লা লোবা সে ভিয়েন’ যার অর্থ ‘নেকড়ে আসছে’।
শাকিরাকে দেখেই ইন্ডিও ক্লাবে উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। ‘শাকিরা: বিজেডআরপি মিউজিক ৫৩তম সেশন’ গান দিয়ে কনসার্ট শুরু করেন শাকিরা, যেটা তার প্রাক্তন প্রেমিক জেরার্ড পিকেকে উদ্দেশ্য করে লেখা।
কনসার্টে উপস্থিত দর্শকের উদ্দেশ্যে স্প্যানিশ ও ইংরেজি ভাষায় শাকিরা বলেন, “অবশেষে আমরা সফরে যাচ্ছি– নভেম্বরে এখান থেকে শুরু করছি!”
তার ঘোষণায় চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। শাকিরা বলেন, “এখানেই শুরু, এই নভেম্বরে, এই শহরে! আর অপেক্ষা করতে পারছি না!”
২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গেয়েছিলেন শাকিরা, যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বলতে গেলে পুরো বিশ্ব শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের তালে নেচে উঠেছিল।
ওই গানের ভিডিও শ্যুটের সময় স্পেনের খেলোয়াড় পিকের সঙ্গে পরিচয় হয় শাকিরার, তারপর প্রেম। পরের বছর থেকে একসঙ্গে থাকা শুরু করেন এই জুটি। ২০১০ সালের বিশ্বকাপ জিতেছিল পিকের দল স্পেন।
এরপর শাকিরা ও পিকে দুই ছেলের বাবা-মাও হন। সন্তান নিয়ে একসঙ্গে বসবাস করলেও তারা বিয়ের পরিকল্পনায় আগাননি। ২০২২ সালে বিবৃতি দিয়ে পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন শাকিরা।
শাকিরার আগের অ্যালবাম ‘এল ডোরাডো’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ সাত বছর পর চলতি বছরের মার্চ মাসে নতুন অ্যালবাম নিয়ে আসেন এই গায়িকা।
দীর্ঘ এই বিরতির জন্য শাকিরা দায় জেরার্ড পিকের ঘাড়ে। তার ভাষায়, পিকে যাতে তার ক্যারিয়ারে মনযোগ দিতে পারেন, সেজন্য তিনি নিজের কাজে বিরতি দিয়েছিলেন। কিন্তু সেই ত্যাগের ফলাফল ‘শূন্য’।
বিচ্ছেদের আগে পিকের বার্সেলোনার বাড়িতে থাকতেন শাকিরা। এর মধ্যে বিপুল অংকের কর ফাঁকির মামলাতেও ফেঁসেছেন তিনি। কিছুদিন আগে বার্সেলোনার বাড়ি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গ্রামি অ্যাওয়ার্ডজয়ী শাকিরা দুই সন্তান নিয়ে এখন থাকেন মিয়ামিতে।
কোচেলা ভ্যালি ফেস্টিভালে উপস্থিত দর্শককে ধন্যবাদ জানিয়ে শাকিরা বলেন, “এই প্রথম আমরা কোচেলায় এসেছি। আমার পতাকা নিয়ে এখানে উপস্থিত হওয়াটা আমার জন্য সম্মানের এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।”