“এই গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল এবার বড় পর্দায় দর্শকের দেখার জন্য দেওয়া হলো। হলে এসে সিনেমা দেখেন। মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও মাথা পেতে মেনে নিব।”
Published : 01 May 2024, 11:43 PM
দেশব্যপী বিভিন্ন প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমা ‘শ্যামা কাব্য’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা বদরুল আনাম সৌদ।
সিনেমাটির মুক্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসাইন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
সিনেমাটির প্রযোজক ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাসহ উপস্থিত ছিলেন ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, খায়রুল আনাম সবুজ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চিত্রলোখা গুহ, বিজরী বরকতুল্লাহ, দিপা খন্দকার, নাজিয়া হক অর্ষা, সুষমা সরকার প্রমুখ এবং সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
সিনেমাটি দেখে বেশ প্রশংসা করেন অভিনেত্রী জয়া চৌধুরী। তিনি বলেন, “খুবই ভালো লেগেছে সিনেমাটি। ডিরেকশন, গল্প, অভিনয় শিল্পীরা অসাধারণ। সিনেমার প্রতিটা পরতে পরতে বিস্ময় ছিল।
“আমি আমার মাকে নিয়ে সিনেমাটি দেখেছি। একদম দুই ঘণ্টা বসে প্রেক্ষাগৃহের ফিল নিয়েই কিন্তু সিনেমাটা দেখেছি। আমি কিন্তু শেষ পর্যন্ত কী হবে এটা ধরতেই পারিনি৷ সিনেমাটা ভালো দর্শকরা এসে দেখে উপলব্ধি করুক সেটাই চাই।”
চলচ্চিত্রটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল। কিন্তু এটি মুক্তি দেরি হলো কেন এমন প্রশ্নে সিনেমাটির প্রযোজক সুবর্ণা মুস্তাফা বলেন, “সিনেমার অনুদান যখন পেয়েছি তারপরই করোনাভাইরাস মহামারী শুরু হলো। তারপর দুবছর কোনো কাজ করা সম্ভব হয়নি। দুবছর পরে কাজ যখন শুরু হলো তখন খুব দ্রুত শেষ হয়েছে। কিন্তু মুক্তি দিতে দেরি হলো।
“একবার মুক্তির সব প্রস্তুতি নিয়ে ও হরতাল, সন্ত্রাসী হামলা, নির্বাচন এসব কারণে পিছিয়ে গেল। আবার ঈদের সময় মুক্তি নিয়ে একবার ভাবা হয়েছিল কিন্তু ঈদে এতো সিনেমার মধ্যে এটা মুক্তি দেওয়া উচিত হবে বলে মনে হয়নি। তাই ঈদের পরে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হলো। এখন বাকিটা দর্শকের হাতে। খুবই যত্ন নিয়ে তৈরি একটি সিনেমা। দর্শকের ভালো লাগবে।”
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা সৌদ বলেন, “অভিনয়শিল্পীদের নিয়ে এই সিনেমায় কাজের অভিজ্ঞতা খুবই ভালো। শিল্পীরা অসাধারণ ছিল। শুধু শিল্পী না, সিনেমার যত কলাকুশলী আছে সবাই শতভাগ ইফোর্ট দিয়েছে।”
সিনেমার গল্প নিয়ে নির্মাতা বলেন, “আমি যে গল্পটা বলতে চেয়েছি সেটা এরকম একটা গল্প। মাথায় সেসময় সাইকোলজিক্যাল গল্প ঘুরছিল তাই এই সিনেমাটি নির্মাণ করে ফেললাম। এই গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল। এবার বড় পর্দায় দর্শকের দেখার জন্য দেওয়া হলো। হলে এসে সিনেমা দেখেন। মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও মাথা পেতে মেনে নেব৷”
এই সিনেমায় কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, সুভাশিষ ভৌমিক, মীর রাব্বি, এ কে আজাদ সেতু, রিমি করিম, ইকবাল হোসেন প্রমুখ।
গত বছর প্যারিসে আয়োজিত গজ সুর সোন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এই সিনেমাটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চিত্রধারণ এবং সেরা সম্পাদনা, মোট চারটি বিভাগে পুরস্কার লাভ করে।
এছাড়াও সিটি অব প্যারিস আয়োজনে গঁজ সুর গারোনে চলচ্চিত্র উৎসব-২০২৩ এ স্পেশাল জুরি বিভাগে পুরস্কার লাভ করে ‘শ্যামা কাব্য’।
সিনেমাটির ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম 'বঙ্গ'।
‘শ্যামা কাব্য’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।