ব্যাকস্ট্রিট বয়েজের নিক কার্টারের ভাইর লাশ মিলল বাথটাবে

অ্যারন কার্টার নিজেও ছিলেন গায়ক। ‘আই ওয়ান্ট ক্যান্ডি’ কিংবা ‘ক্রাশ অন ইউ’র মতো গানগুলো তাকে বেশ জনপ্রিয়তা দিয়েছিল।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2022, 03:01 PM
Updated : 6 Nov 2022, 03:01 PM

অকালে মারা গেছেন আমেরিকান ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের ভোকাল নিক কার্টারের ভাই অ্যারন কার্টার।

শনিবার ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়ির বাথটাবে তার লাশ পাওয়া যায় বলে সিএনএন জানিয়েছে।

অ্যারন কার্টার নিজেও ছিলেন পপ গায়ক। ‘আই ওয়ান্ট ক্যান্ডি’ কিংবা ‘ক্রাশ অন ইউ’র মতো গানগুলো তাকে বেশ জনপ্রিয়তা দিয়েছিল।

৩৪ বছর বয়সী অ্যারক কী করে মারা গেলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। লস এঞ্জেলেস পুলিশ বিভাগের একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, সকালে তাদের ফোন করে মৃত্যুর ঘটনাটি জানানো হয়।

মাদকদ্রব্য সেবন এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্য বেশ কয়েকটি মামলা ছিল অ্যারন কার্টারের বিরুদ্ধে।

তার মৃত্যুর পর তার স্ত্রী মেলানি মার্টিন বলেছেন, “বিশ্বাস করতে পারছি না। আমরা এখনও সামলে উঠতে পারিনি। কী ভাবে ঘটল জানি না। আপনারা সবাই প্রার্থনা করুন।”

অ্যারন কার্টার ২০১৭ সালে নিজেকে উভকামী ঘোষণা করেছিলেন। তখন ভক্ত এবং অন্য তারকাদের কাছ থেকে সমর্থনও পেয়েছিলেন তিনি।

তা নিয়ে অ্যারন কার্টার বলেছিলেন, “এটা আমাকে লজ্জিত করে না। এই বোঝাটি দীর্ঘদিন ধরে বহন করে চলেছি, এবার তা আমি ফেলে দিতে চাই।”

১৩ বছর বয়স থেকে নারী-পুরুষ উভয়ের প্রতি আকর্ষণ অনুভব করা শুরু করছিলেন বলে জানান কার্টার।

১৯৯৭ সালে তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘অ্যারন কার্টার’ প্রকাশিত হয়। সেই বছরের শুরুতেই ব্যাকস্ট্রিট বয়েজের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে আলোচনায় আসেন তিনি।

বিবিসি জানিয়েছে, ব্যাকস্ট্রিট বয়েজের হয়ে বেশ কয়েকটি কনসার্টে মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন কার্টার এবং এছাড়া একক ক্যারিয়ারেও বেশ খাতি ছিল তার।

নব্বই দশকের শেষের দিকে তার চারটি অ্যালবাম লক্ষ লক্ষ কপি বিক্রি হয়। পথম অ্যালবামটি মাত্র ৯ বছর বয়সে প্রকাশ পেয়েছিল। বয়স বাড়ার সঙ্গে সাঙ্গে একসময় তিনি র‌্যাপ মিউজিকে ঝুঁকে পড়েন।