দলের সাথে একাধিকবার শিকাগো সফর হলেও এবারই প্রথম একাকি এ মার্কিন শহর দেখার সুযোগ হল কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এর গীতিকার ও র্যাপার সুগার। সম্প্রতি নিজের ভ্লগে ঘুরে বেড়ানোর একটি ভিডিও শেয়ার করেছেন এ গায়ক। ক্যাপশনে লিখেছেন, “সারাদিন কিছু না করে হোটেলে থাকতাম। তার বদলে গর্ডন রামসে বার্গারে যাচ্ছি।” প্রায় ১১ মিনিটের ভিডিওতে সুগাকে কখনও ক্যাবে চড়ে, কখনওবা পায়ে হেঁটে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে। বিভিন্ন রেস্তোরাঁর খাবার আর পানীয়ও তিনি চেখে দেখেছেন।
Published : 23 Jun 2023, 08:02 PM