“যতক্ষণ না জীবন আমাদেরকে কঠোর পরিস্থিতিতে ফেলে দিয়ে বিনীত হওয়ার শিক্ষা দেয়, তার আগ পর্যন্ত ধরে নেওয়া হয় আমরা বোধ হয় সব থেকে স্মার্ট।“
Published : 10 Feb 2025, 05:01 PM
জীবনের কঠিন সময় কীভাবে নিজেকে চিনিয়ে দেয় সেই পাঠ দিয়েছেন ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী কারিনা কাপুর।
গেল মাসে অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে আহত করার পর স্বামীর শারীরিক অবস্থা নিয়ে সোশাল মিডিয়ায় যে কটি পোস্ট দিয়েছিলেন কারিনা, সেগুলো ছিল মূলত সাইফকেন্দ্রীক। এবার তিনি লিখছেন জীবন দর্শন নিয়ে। আর ওই পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে লিখেছে বলিউডহাঙ্গামা।
কারিনা লিখেছেন, “বিয়ে, বিচ্ছেদ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু বা অভিভাবকত্ব, এই ব্যাপারগুলোর প্রকৃত অর্থ কখনোই বোঝা যাবে না, যতক্ষণ না পর্যন্ত এসব নিজের জীবনে ঘটবে। অনুমান বা কল্পনা বাস্তব জীবনে কোনো কাজে আসে না। যতক্ষণ না জীবন আমাদেরকে কঠোর পরিস্থিতিতে ফেলে দিয়ে বিনীত হওয়ার শিক্ষা দেয়, তার আগ পর্যন্ত ধরে নেওয়া হয় আমরা বোধ হয় সব থেকে স্মার্ট।"
কারিনার ইনস্টাগ্রামের স্টোরিতে দেওয়া ওই পোস্ট নিয়ে তার বেশিরভাগ অনুসারীরা মনে করছেন, সাইফের হামলার পেছনে কারিনার হাত রয়েছে বলে যে গুজব ছড়িয়েছে, সেটিরই জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
গত ১৬ জানুয়ারি গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাইফ যখন হাসপাতালে গিয়েছিলেন, কারিনা সঙ্গে যাননি। তাতে কারিনাকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলতে শুরু করেন ওই রাতে কারিনা ‘মদ্যপ’ ছিলেন, তাই তিনি হাসপাতালে যাননি।
গুজব নিয়ে কারিনা কোনো কথা না বললেও, সেটিকে ‘হাস্যকর গুজব’ বলে মন্তব্য করেছেন বলিউডের অভিনেত্রী টুইঙ্কেল খান্না।
এরপর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল ওই রাতে বোন কারিশমা কাপুর, অভিনেত্রী সোনম কাপুর, রিয়া কাপুরসহ অন্য বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে উপস্থিত ছিলেন কারিনা। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কী না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।