৩০ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে ‘এই রাত তোমার আমার’ মুক্তি পাবে আগামী ৬ সেপ্টেম্বর।
Published : 06 Aug 2024, 06:10 PM
ভারতের পশ্চিমবঙ্গের দুই অভিনয় শিল্পী অঞ্জন দত্ত ও অপর্ণা সেনের নতুন সিনেমা আসছে চলতি মাসের শেষ নাগাদ।
আগামী ৩০ অগাস্ট সিনেমার মুক্তিকে সামনে রেখে প্রকাশ হয়েছে সিনেমার পোস্টার।
আনন্দবাজার লিখেছে, অভিনেতা এবং পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমাটির নাম হল ‘এই রাত তোমার আমার’।
‘দীপ জ্বেলে যাই’ সিনেমার হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ‘এই রাত তোমার আমার’ শিরোনামের কালজয়ী গানের রেশ ধরেই এই সিনেমাটি পরমব্রত বানিয়েছেন বলে জানা গেছে। পরিচালনার পাশাপাশি পরমব্রত নিজেও এখানে অভিনয় করেছেন। তার চরিত্রটি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের আদলে তৈরি করা হয়েছে।
‘এই রাত তোমার আমার’ সিনেমায় অঞ্জন ও অর্পণার মাত্র এক দিনের দাম্পত্য জীবনের গল্প শোনাবেন পরিচালক।
অঞ্জন আনন্দবাজারকে জানিয়েছেন, এই সিনেমার জন্য তাকে কিছুটা ওজন বাড়াতে হয়েছে।
তিনি বলেন, “ আমার থেকেও বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছি। সেই কারণে ওজন বাড়িয়ে ফেলতে হয়েছে। প্রস্থেটিক রূপটান নিয়ে বয়স বাড়াতে হয়েছে। যাতে সব মিলিয়ে আরও ভারিক্কি দেখায়।”
এই সিনেমার শুটিং হয়েছে পশ্চিবঙ্গের বানতলার অনেক ভিতরে। বছরের শুরুতে একটানা শুটিং করে সিনেমার প্রথম পর্বের কাজ শেষ করে ফেলেছেন পরিচালক। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
এর আগে পরিচাপলক সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ সিনেমায় অঞ্জন-অপর্ণা জুটি বেঁধেছিলেন। ওই সিনেমায় তারা ছিলেন পরস্পর বিরোধী পক্ষের আইনজীবী।
প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে ‘এই রাত তোমার আমার’ মুক্তি পাবে আগামী ৬ সেপ্টেম্বর।